বাংলা

প্রকৃতি নিজেই এক ধরনের অর্থনীতি

CMGPublished: 2024-10-18 10:55:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সহযোগী অধ্যাপক চিন বলেন, ‘২০২৩ সালের ৩ মে, প্রেসিডেন্ট সি চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান-প্রযুক্তি প্রাঙ্গণের শিক্ষার্থীদের চিঠিতে প্রথম বাক্যে, তিনি বলেছিলেন, 'আমি খুব খুশি হয়েছি যে আপনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করছেন। গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকল্প দিয়ে জনগণের সেবা করছেন। মনে হচ্ছে, সাধারণ সম্পাদক সি আমাদের সামনে আছেন, এটি গত ১৫ বছর ধরে আমাদের অধ্যবসায় ও কাজের স্বীকৃতি।’

২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে সি’র দায়িত্ব নেওয়ার পর থেকে চীন দূষণের বিরুদ্ধে লড়াই, বাস্তুতন্ত্র রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য অভূতপূর্ব প্রচেষ্টা চালিয়েছে।

একই সভায় সি চিন পিং বলেন, ‘একটি ভাল পরিবেশ একটি উন্নত জীবন গড়ে তুলতে সাহায্য করে। একটি ভাল জীবনযাত্রার পরিবেশ হল কৃষকদের প্রবল প্রত্যাশা। আমাদের অবশ্যই সবুজ উন্নয়ন অনুসরণ করতে হবে, কৃষকদের জন্য একটি সুন্দর আবাসভূমি গড়ে তুলতে হবে, শান্তি ও তৃপ্তির সঙ্গে কাজ করতে হবে এবং গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য শক্তিশালী পরিবেশগত সহায়তা দিতে হবে।’

জনাব সি’র আহ্বানে সাড়ি দিয়ে, স্থানীয় সরকার ২০১৬ সালে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং আরহাই হ্রদের পরিবেশ পুনরুদ্ধারের জন্য একটি ধারাবাহিক পরিবেশগত প্রকল্প চালু করে।

হৃদের তীরে ২৪০০টিরও বেশি হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা স্থগিত করতে বলা হয়, যাতে হ্রদে অপরিশোধিত বর্জ্য পানি নিষ্কাশন রোধ করা যায় এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা যায়। হ্রদের চারপাশে শেওলা মোকাবিলার ব্যবস্থা স্থাপন করা হয় এবং প্রাণীর বর্জ্যকে জৈব সারে পরিণত করার জন্য একটি বর্জ্য নিষ্পত্তি কারখানাও তৈরি করা হয়।

আরহাই হৃদ পরিচালনা ব্যুরোর প্রধান চাও কুও লুং বলেন, ‘সাধারণ সম্পাদক বলেছেন, 'পরিবেশ রক্ষা করা একটি দীর্ঘমেয়াদী কাজ। এজন্য নিরলস প্রচেষ্টার প্রয়োজন।’ ২০১৫ সালের পর, তালি রাজ্যে সাধারণ সম্পাদকের পদ্ধতিগত ধারণা অনুসারে উপকূল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। এজন্য প্রথমত, আমরা ২০টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৪৬৬০ কিলোমিটার স্যুয়ারেজ পাইপ স্থাপন করেছি। আমরা ১৮০৬টি পরিবারকে স্থানান্তরিত করেছি এবং আরহাই হ্রদের জন্য যথেষ্ট জায়গা ছেড়ে দিতে একটি পরিবেশগত করিডোর তৈরি করেছি।’

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn