ছাংশা রেন মিন রোড: বিপ্লব আর শহীদের স্মৃতিবিজড়িত চীনের দীর্ঘতম গণ-রাস্তা
লংপিং রাইস মিউজিয়ামের দেয়ালে ঝুলানো ডিসপ্লে বোর্ডে ১৪০০০০ নম্বরটি চিহ্নিত করা হয়েছে। সেই সময়ে ইউয়ান লংপিং ১৪০০০০টি ধানের শীষ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করার পর ৬টি পুরুষ জীবাণুমুক্ত উদ্ভিদ খুঁজে পান।
দাদা ইউয়ানের একজন শিষ্য এবং ন্যাশনাল হাইব্রিড রাইস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিসার্চ সেন্টারের পরিচালক তেং হুয়া ফেং আমাদের সাংবাদিককে বলেন, ‘সেই সময়ে একাডেমিক কর্তৃপক্ষ হাইব্রিড ধান প্রত্যাখ্যান করেছিল এবং ইউয়াং লংপিং কেবল হুনান প্রযুক্তিগত মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। শিক্ষক ইউয়ান’র কাছে কোনো তহবিল ছিল না, তার কোন শর্ত ছিল না। তার কি আছে? তাঁর কেবল আছে প্রথম হওয়ার সাহস এবং উদ্ভাবনের সাহসের মনোভাব। অবশেষে তিনি সফল হয়েছেন এবং আমাদের জন্য একটি নতুন পথ খুলে দিয়েছেন।’
রেন মিন রোড ধরে পূর্ব দিকে আরও এগিয়ে গেলে, তা হল রেনমিন ইস্ট এক্সপ্রেসওয়ে, যেখানে চায়না হুনান অবাধ বাণিজ্যিক অঞ্চল অবস্থিত এবং যেখানে অনেক হাই-টেক কোম্পানি বসতি স্থাপন করেছে। সে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বৃহদায়তন শিল্পপ্রতিষ্ঠান স্যানি । এখানে প্রদর্শনী হলে বিশ্বের প্রথম ফাইভ-জি চালকবিহীন বৈদ্যুতিক ভারী ট্রাক প্রদর্শিত হয়।
স্যানি ইন্টেলিজেন্ট কন্ট্রোল রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর চৌ হাই বলেন, ‘০.০০১ অ্যাডজাস্টমেন্ট প্যারামিটার সুবিন্যাস করতে গলে আমাদের এক ডজনেরও বেশি লোক প্রয়োজন হতে পারে এবং দুই থেকে তিন মাস ব্যয় করতে হবে। হাজার হাজার পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আমার দলে আক্রমণাত্মক মনোভাব আছে। আমাদের আদর্শ অনেক বড়। যতক্ষণ আমরা প্রতিদিন মাটিতে পা রেখে পরিশ্রম করি, ততক্ষণ তা বাস্তবায়ন করা সম্ভব হয়।’
বিশ্ব সৃজনশীল সূচকে চীনের র্যাঙ্কিং ২০১২ সালে ৪৩তম থেকে ২০২৩ সালে ১২তম স্থানে উঠে এসেছে।
চীনের মানচিত্রে রেন মিন রোডের সন্ধান করলে আপনি দেখতে পাবেন যে, ৩১টি প্রাদেশিক-স্তরের প্রশাসনিক অঞ্চল এবং ২৯৯টি প্রিফেকচার-স্তরের শহরে রেনমিন রোড পাওয়া যেতে পারে, যার মানে প্রায় প্রতিটি শহরেই একটি রেনমিন রোড রয়েছে।
গণপ্রজাতন্ত্রী চীনের জন্মের সাথে, ৩০টিও বেশি রাস্তার নামকরণ করা হয়েছিল রেনমিন রোড। এই নামের পরিবর্তনে প্রতিফলিত হয় যে, জনগণই দেশের প্রভু এবং তারাই একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।