চীন-আলজেরিয়া নির্মাণ শ্রমিকরা যৌথভাবে ‘হৃদয় সংযুক্ত পথ’ নির্মাণ করেন
টেমসেন সংযোগ লাইন হলো আলজেরিয়ার একই সময় নির্মাণ কাজ শুরু হওয়া পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এক্সপ্রেসওয়ে প্রকল্পে সবচেয়ে দ্রুতটি। চলতি বছরের ২৩ মে অস্থায়ী চেক ও গ্রহণ সম্পন্ন হয়েছে এবং অচিরেই আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে। এক্সপ্রেসওয়ে সে অংশ চালু হবার পর স্থানীয় জনগণের জন্য বিরাট সুবিধা ডেকে আনবে। স্থানীয় বৈশিষ্ট্যময় কৃষিপণ্য ও সামুদ্রিক পণ্য আরো বিশাল বাজারে প্রবেশ করবে এর মাধ্যমে।
বিগত ২০ বছরে চীনা প্রতিষ্ঠান প্রধান নির্মাণ পক্ষ হিসেবে আলজেরিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সংযুক্ত করা বহু উচ্চ পর্যায়ের রাজপথ নির্মাণ করেছে। এগুলোর মোট দৈর্ঘ্য ৮০০ কিলোমিটারের বেশি এবং ১৬ হাজার রাস্তা নির্মাণ শ্রমিককে লালন করেছে। এ সব রাজপথ ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে আলজেরিয়ার শহর ও গ্রামকে সংযুক্ত করার পাশাপাশি দু’দেশের জনগণের হৃদয়কে কাছাকাছি নিয়ে এসেছে।