বাংলা

চীন-আলজেরিয়া নির্মাণ শ্রমিকরা যৌথভাবে ‘হৃদয় সংযুক্ত পথ’ নির্মাণ করেন

CMGPublished: 2024-09-02 11:10:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট মাসের মাঝামাঝি সময়, উত্তর-পূর্ব আলজেরিয়ায় প্রখর রোদ। পূর্ব পশ্চিম এক্সপ্রেসওয়ে বেজাইয়া সংযোগ লাইনের নির্মাণ সাইটে, চীন ও আলজেরিয়া, দু’দেশের কর্মীরা বৃষ্টির মত ঘামছেন।

স্থানীয় অধিবাসী বাগরিশ হিলালুদ্দীনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার বিষয় ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। ২০১৯ সালে স্নাতক হবার পর তিনি চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে (সিআরসিসি) যোগ দিয়ে বেজাইয়া সংযোগ লাইন প্রকল্পের একজন প্রকৌশলী হন। নির্মাণ পরিকল্পনা তৈরী ও নির্মাণ সাইটে যাওয়া ছাড়া তিনি পুরোপুরিভাবে স্থানীয় অধিবাসীর প্রাধান্য পালন করে, জমি অধিগ্রহণ ও স্থানান্তর বিষয় সমন্বয় করেন।

তিনি বলেন, সব আলজেরিয়ান বলে চীনা মানুষের নির্মাণ পথ সবচেয়ে ভালো। চীনা মানুষের প্রযুক্তি ভাল, সাফল্য লাভের চাবিকাঠি হলো সমন্বয় সচেতনতা, যোগাযোগ সামর্থ্য এবং সময়ের অনুভূতি। সমস্যার সামনে, তাদের মধ্যে প্রত্যেক মানুষ চাকরিকে নিজের কাজ হিসেবে দেখেন। এটি গভীরভাবে আমাকে স্পর্শ করে।

প্রায় শত কিলোমিটার দীর্ঘ বেজাইয়া সংযোগ লাইন প্রকল্পটি সম্পন্ন হবার পর ৯ লাখ স্থানীয় অধিবাসীর উপকার করবে। বেজাইয়া বন্দর থেকে পূর্ব পশ্চিম এক্সপ্রেসওয়ে পর্যন্ত গাড়ি যাত্রা আগের ৪ ঘন্টা থেকে ১ ঘন্টা পর্যন্ত কমাবে। ফলে বেজাইয়া বন্দরের পরিবহন ক্ষমতা পুরোপুরিভাবে পালন করে, বরাবর অর্থনৈতিক সমাজ উন্নয়ন বেগবান করে, বিনিয়োগ বাড়াবে এবং স্থানীয় পর্যটন বাজার উদ্দীপ্ত করবে বলে আশা করা হচ্ছে।

উত্তর-পশ্চিম আলজেরিয়ায় অন্য একটি পূর্ব পশ্চিম এক্সপ্রেসওয়ে সংযোগ লাইন—টেমসেন সংযোগ লাইনের নির্মাণ সাইটেও চীন ও আলজেরিয়া দু’দেশের নির্মাতাদের ছায়া দেখা যায়।

প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তি লিউ ইয়ান বেশ কয়েক বছর ধরে ফ্রান্সে ছিলেন। তাঁর ফরাসী ভাষা অনর্গল এবং ইউরোপীয় মানদণ্ড সুপরিচিত। তিনি এবং অন্যান্য চীনা নির্মাতা স্থানীয় কর্মীদের সাথে বন্ধু করেন, প্রকল্প ক্যাম্পে ক্লিনিক, প্রার্থনা কক্ষ ও বিশ্রাম কক্ষ স্থাপন করে, পুরোপুরিভাবে স্থানীয় কর্মীদের রীতি-রেওয়াজকে সম্মান করে, স্থানীয় কর্মীদের পরিচয়ের অনুভূতি উন্নীত করেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn