চীনে এশীয় হাতি সংরক্ষণের অবস্থা
২০২১ সালে এক দল হাতি দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশে সাত মাস ধরে প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ যাত্রা করে। যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। সম্প্রতি বিশ্ব হাতি দিবস পালিত হওয়ার প্রেক্ষাপটে, তাদের সুখী জীবন এবং বর্ধিত পরিবার আবারও সবার দৃষ্টিতে পড়েছে।
তিন বছর আগে, "ছোট নাক" নামে পরিচিত এসব বন্য এশীয় হাতির দল তাদের অভূতপূর্ব অভিবাসনের মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল। চীনের ইয়ুন নান প্রদেশের সি সুয়াং বান নাতে তাদের প্রাকৃতিক আবাসস্থল থেকে শুরু করে, তারা উত্তরে প্রায় প্রাদেশিক রাজধানী শহর কুনমিং পর্যন্ত পায়ের ছাপ রেখে গেছে।
২০২১ সালের অগাস্টে ফিরে আসার পর থেকে তারা সি সুয়াং বান না’র প্রাকৃতিক সংরক্ষণ এলাকার ঘন জঙ্গলে বসবাস করছে এবং পরিবারটি বছরের পর বছর ধরে বেড়েই চলেছে।
সাম্প্রতিক ফুটেজে দেখা যাচ্ছে পরিবারের বেশ কয়েকটি সদস্যের বাচ্চা হয়েছে এবং কেউ কেউ এখন অন্য হাতি দলের সাথে একসাথে বসবাস করছে।
পেং জিনফু একজন হাতি মনিটর, তিনি আশেপাশের গ্রামবাসীদের জন্য প্রাথমিক সতর্কতা প্রদানের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে হাতিদের গতিবিধি ট্র্যাক করেন।
পেং বলেন, "আজ আমরা যে হাতিগুলো দেখেছি সেগুলো 'ছোট নাকের' এবং ‘রান রান’ নামে পরিবারের। সাধারণত, তারা জঙ্গল থেকে বিকাল পাঁচ বা ছয়টার দিকে চারণ করতে বের হয় এবং প্রায় পরদিন ভোর ছয় বা সাতটার দিকে ফিরে আসে। গ্রীষ্ম ও শরতের মাসগুলোতে, তারা প্রায়ই কাছাকাছি গ্রামে ঘুরে বেড়ায়।
পর্যবেক্ষণের পাশাপাশি, স্থানীয় কর্তৃপক্ষও প্রয়োজনে সাহায্য করার প্রচেষ্টা জোরদার করেছে। সংরক্ষণ এলাকার একটি উদ্ধার কেন্দ্র এখন পর্যন্ত ২০টিরও বেশি হাতিকে বন থেকে বাঁচিয়েছে।
কেন্দ্র দু'বছরের প্রশিক্ষণের পর, এই বছরের শুরুতে প্রথমবারের মতো তাদের মধ্যে একটি হাতিকে বনে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল, যা সংরক্ষণ প্রচেষ্টার অগ্রগতি হিসাবে দেখা হয়।
সি সুয়াং বান না এশীয় হাতি উদ্ধার এবং ব্রিডিং কেন্দ্রের পরিচালক ওয়াং বিন বলেন, "হাতিকে দুই বছর প্রশিক্ষণের পর বনে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা এটি পর্যবেক্ষণ করার জন্য ড্রোন এবং ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করছি এবং তখন পর্যন্ত আ বাও নামের সেই হাতির শারীরিক অবস্থা ভালো ছিল" ।