বাংলা

চীনের ছোট একটি গ্রাম থেকে আন্তর্জাতিক মঞ্চে ‘ড্রাগন দম্পতি’

CMGPublished: 2024-08-22 16:11:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিদেশে পরিবেশনার সময় যত ঘনিয়ে আসে, দলের সদস্যদের সমবেত পরিবেশনা আরও ভালো হতে থাকে। ৮ জুন, ড্রাগন নৃত্যদল ছাং সিং গ্র্যান্ড থিয়েটারে একটি পরীক্ষামূলক পরিবেশনা করে। বিদেশে যাওয়ার আগে এটিও ছিল শেষ পরীক্ষামূলক পরিবেশনা। ২০০ দিনের বেশি কঠোর প্রশিক্ষণ মঞ্চে একটি মসৃণ পারফরম্যান্সে পরিণত হয়েছে এবং তা দর্শকদের সাধুবাদ পেয়েছে।

ছাং সিং ইউয়ান ইয়াং লুং শিল্পের ১০০ বছরের বেশি ইতিহাস বয়েছে। গত একশ বছর ধরে, ইউয়ান ইয়াং লুং উত্তরাধিকারসূত্রে পরিবাহিত হয়েছে এবং পরিবর্তিত সময়ে বিকশিত হয়েছে। ড্রাগন নৃত্যদল তাদের পারফরম্যান্সকে সমৃদ্ধ করতে এবং এটিকে আরও গল্প বলার উপযোগী করতে ঐতিহাসিক উপকরণকে সমন্বিত করে। ২০১৭ সালে, ইউয়ান ইয়াং লুং ইতালিতে ৩৪তম আন্তর্জাতিক লোকশিল্প উত্সবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। তাতে ইউয়ান ইয়াং লুং প্রথমবারের মতো বিদেশী মঞ্চে পারফর্ম করে। তারপর থেকে, ছোট গ্রামের লোক-ড্রাগন নৃত্যদলগুলোকে প্রায়শই বিভিন্ন বৃহত্ মাপের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

ইউয়ান ইয়াং লুং একটি সুন্দর চীনা গল্প বলে এবং এটি নৃত্যশিল্পীদের একতা এবং কঠোর পরিশ্রমের চীনা চেতনা প্রদর্শন করে। প্রতিদিনের চর্চা ও পরিমার্জন এবং সঞ্চয়নের মাধ্যমে শত শত বছর পুরানো এ উত্তরাধিকার আন্তর্জাতিক মঞ্চে চীনের লোক সংস্কৃতি ও শিল্পকে উজ্জ্বল করে তুলেছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn