চীনের ছোট একটি গ্রাম থেকে আন্তর্জাতিক মঞ্চে ‘ড্রাগন দম্পতি’
শিল্প জীবন থেকে উদ্ভূত। এটি সৌন্দর্যের সঞ্চয় এবং সংস্কৃতির বার্তাবাহকও বটে। ‘ছাং সিং ইউয়ান ইয়াং লুং’ হল চে চিয়াং প্রদেশের একটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকল্প এবং প্রদেশের ছাং সিংয়ের একটি ঐতিহ্যবাহী লোকপ্রথা প্রকল্প। ইউয়ান ইয়াং মানে ম্যান্ডারিন হাঁস। লুং মানে ড্রাগন। নাম অনুসারে, পুরুষ এবং মহিলা দুটি ড্রাগন রয়েছে। তারা যথাক্রমে পুরুষ এবং মহিলা দলের সদস্যদের দ্বারা নৃত্যে উস্থাপিত হয়। কিছু দিন আগে, গ্রামের ঐতিহ্যবাহী লোকপ্রথা হিসেবে ‘ছাং সিং ড্রাগন দম্পতি’ হাজার হাজার মাইল দূরে স্পেনের লোককাহিনী সংগীত এবং নৃত্যশিল্প উত্সবে অংশ নিয়েছে। মঞ্চে সুন্দর পারফরম্যান্সের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং ঘাম ঝরানোর রেকর্ড। আজকের জীবন কথা অনুষ্ঠানে শুনবো এ সম্পর্কে একটি গল্প।
স্পেনের স্থানীয় সময় ২৬ জুন সন্ধ্যায়, ১৯ জন চীনা ড্রাগন নৃত্যশিল্পী বর্ণিল পুরুষ এবং নারী ড্রাগনকে দোলা দিয়ে দর্শকদের সজাগ দৃষ্টিতে একটি দুর্দান্ত প্রেমের গল্প পরিবেশন করেছেন।
স্পেনের হেয়েনে অনুষ্ঠিত ৩৭তম ইন্টারন্যাশনাল ফোক মিউজিক অ্যান্ড ডান্স আর্ট ফেস্টিভ্যালে ছাং সিং ইউয়ান ইয়াং লুং আর্ট ট্রুপ অংশ নিয়েছে। তারাই এ শিল্প উৎসবে একমাত্র এশিয়ান পারফর্মিং দল।
হেয়েনে ৩৭তম আন্তর্জাতিক লোক সংগীত ও নৃত্য উৎসবের আয়োজক কমিটির চেয়ারম্যান তেসিলা বলেছেন, আমরা বৈশিষ্ট্যময় চীনা সাংস্কৃতিক অনুষ্ঠানের সন্ধান করছিলাম। দৈবক্রমে আমরা ছাং সিং ইউয়ান ইয়াং লুং সম্পর্কে জানতে পারি এবং প্রথম দর্শনেই এর প্রেমে পড়ে যাই। লাইভ পারফরম্যান্সটি প্রত্যাশা ছাড়িয়েছে গেছে যে, ড্রাগন নাচটি এমন একটি হৃদয়গ্রাহী প্রেমের গল্প প্রকাশ করতে পারে।
এই শিল্প দলে রয়েছেন ২৮ জন পারফর্মার এবং স্টাফ। যারা হলেন ছাং সিংয়ের স্থানীয় কৃষক, শিক্ষক, স্ব-নিযুক্ত ব্যক্তি, কোম্পানির কর্মচারী, টাউনশিপ ক্যাডার। প্রথম পারফরম্যান্স সফলভাবে শেষ হওয়ার পরে দলটির প্রধান প্রধান পরিচালনাকারী খুব আবেগাপ্লুত ছিলেন।