বাংলা

সিপিসি’র ‘সিদ্ধান্ত’: একটি বিস্তৃত এবং গভীর অবস্থানের পাশাপাশি সূক্ষ্মতার ওপরও গুরুত্বারোপ করা প্রয়োজন

CMGPublished: 2024-08-08 21:12:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সবেমাত্র সমাপ্ত সিপিসি’র একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে সার্বিকভাবে সংস্কার গভীরতর করা এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের জন্য ‘সিদ্ধান্ত’ পেশ করা হয়। এ সিদ্ধান্তে কৌশলগত ও সামষ্টিক দিক থেকে সংস্কারের দিক নির্দেশনা, সংস্কারের উদেশ্য আখ্যায়িত করা হয়। এ সিদ্ধান্ত কীভাবে প্রণয়ন করা হয়েছে। এটি কীভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের জন্য দৃঢ় চালিকাশক্তি ও ব্যবস্থামূলক নিশ্চয়তা প্রদান করে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে একটু আলোচনা করবো

ক: ২২ হাজার শব্দের এ সিদ্ধান্তে রয়েছে ৩০০টি বিস্তারিত সংস্কামূলক ব্যবস্থা। তাতে রাষ্ট্র প্রশাসনের নানান দিক অন্তর্ভুক্ত, যা সার্বিকভাবে সংস্কার গভীরতর করা এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকানের রোডম্যাপ তৈরি করে।

খ: আজ আমরা এ সিদ্ধান্তের জন্ম সম্পর্কে জানাবো।

ক: এ সিদ্ধান্ত খসড়া তৈরি করতে ২০২৩ সালের শীতকাল থেকে ২০২৪ সালের গ্রীষ্মকাল পর্যন্ত দীর্ঘ সময় লেগেছে। সিপিসির শীর্ষ নেতা সি চিন পিং সিদ্ধান্তের নথি খসড়া গ্রুপের নেতা ছিলেন। তিনি বলেন, ‘সিপিসি’র বিশতম কংগ্রেসের পর থেকে আমি বরাবরই সার্বিকভাবে সংস্কার গভীরতর করার বিষয়ে ভেবে আসছি। এ নথি খসড়া তৈরির প্রক্রিয়ায় গণতন্ত্র প্রচার এবং সবার চিন্তাধারা ভেবে দেখা হয়েছে।

খ: সি চিন পিং’র নেতৃত্বে ৭০ জনেরও বেশি সদস্য পার্টি ও পার্টির বাইরে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে গিয়ে তদন্ত ও জরিপ করেছেন এবং ব্যাপকভাবে বিভিন্ন স্তরের অভিমত গ্রহণ করেছেন

ক: ৭মা সেরও বেশি সময় ধরে তৈরি করা এ সিদ্ধান্ত সিপিসি’র বিশতম জাতীয় কংগ্রেসের তৃতীয় পুর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মত ভোটে গৃহীত হয়।

খ: এ সিদ্ধান্ত থেকে জানা যায়, এর আছে ব্যবস্থামূলক কৌশলগত পদক্ষেপের পাশাপাশি রয়েছে গভীর ও বিস্তারিত ব্যবস্থা। চীনের এক প্রবাদের মধ্য দিয়ে বর্ণনা করে বলা যায় যে, একটি বিস্তৃত এবং গভীর অবস্থানের পাশাপাশি সূক্ষ্মতার ওপরও গুরুত্বারোপ করতে হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn