৯০ হাজার! চীন-ইউরোপ মালবাহী ট্রেনের নতুন রেকর্ড
একই সময় চীন-ইউরোপ মালবাহী ট্রেনের কারণে আরো বেশি ইলেকট্রোনিক পণ্যদ্রব্য, ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ও নতুন জ্বালানি গাড়ির মতো ‘মেইড ইন চায়না’ পণ্য আরো দ্রুত ও সস্তা দামে ইউরোপে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অনেক নতুন লজিস্টিক, শিল্প, বাণিজ্য কেন্দ্র ও শিল্প পার্ক অঞ্চল সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়।
এ ছাড়া চীন-ইউরোপ মালবাহী ট্রেন চীনের অন্তর্দেশীয় শহরের উন্মুক্তকরণ বেগবান করে। কোন কোন সমুদ্রের ধারে নয় বা সীমান্তের শহর নয় এমন শহর চীন-ইউরোপ মালবাহী ট্রেনের উপর নির্ভর করে, যথাক্রমে উন্মুক্ত নতুন স্থানে পরিণত হয়ে উঠে।
চীন-ইউরোপ মালবাহী ট্রেনের চালু বরাবর দেশের জনগণের জন্য বাস্তব লাভের সুযোগ নিয়ে আসে, পাশাপাশি অভ্যন্তরীণ প্রতিষ্ঠান বিদেশি বাজারে ‘প্রতিযোগিতা’ করার জন্য একটি সুবিধাজনক পথ খুলছে।
ভবিষ্যতে ‘লোহার উট ট্রেন’ আরো ঘনিষ্ঠ ও সম্প্রসারিত বর্তনী চিত্র আরো বড় ‘বন্ধু চক্র’ সম্প্রসারণ করে, আরো বেশি নতুন সুযোগ সৃষ্টি করবে।