৯০ হাজার! চীন-ইউরোপ মালবাহী ট্রেনের নতুন রেকর্ড
২৫ মে সকাল ৮টা ৪০ মিনিটে, সি’আন আন্তর্জাতিক বন্দর স্টেশনে বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে এক্স ৮১৫৭ নম্বর চীন-ইউরোপ মালবাহী ট্রেন ধীরে ধীরে রওয়ানা হয়ে, পোল্যান্ডের মারাশেভিচের পথে যাত্রা করে।
এ পর্যন্ত চীন-ইউরোপ মালবাহী ট্রেন মোট ৯০ হাজার ট্রিপের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এতে ৩৮০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৮৭ লাখের বেশি (বিশ-ফুট সমতুল্য) ইউনিট বা টিইইউ মালামাল পাঠানো হয়েছে।
নতুন রেকর্ড হলো চীন-ইউরোপ মালবাহী ট্রেন নতুন ইউরেশিয়ান স্থল পরিবহন চ্যানেলের শক্তিশালী সাক্ষী, পাশাপাশি চীন বিশ্বের আর্থ-বাণিজ্যিক যোগাযোগের সঙ্গে আরো ঘনিষ্ঠ হবার প্রাণবন্ত সূচি।
২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চীন-ইউরোপ মালবাহী ট্রেনের সংখ্যা ১ হাজার ৭০২ থেকে ১৭ হাজার পর্যন্ত বেড়েছে। বার্ষিক পরিবহন মালামালের মূল্য ৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫৬.৭ বিলিয়ন মার্কিন পর্যন্ত বেড়েছে। ১০ হাজার ট্রেন চালু করতে শুরু দিকের ৯০ মাস থেকে বর্তমানে ৭ মাস পর্যন্ত কমেছে।
চীনের আলাশানখৌ, খোরগোস, এরেনহট, মানচৌলি, সুইফেনহো ও থংচিয়াংপেই—ছ’টি বন্দরের মাধ্যমে গমন করা পশ্চিম, মধ্য ও পূর্ব— তিনটি প্রধান চ্যানেলের পরিবহন ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। ঘন্টায় ১২০ কিলোমিটারের চিত্র নির্ধারিত অপারেটিং লাইন ৮৭টিতে পৌঁছায়, যা চীনের ১২২টি শহরের সঙ্গে সংযুক্ত।
বিদেশে আগের ইউরোপে যাওয়া প্রধান চ্যানেল সুসংহত ও স্থিতিশীল করার ভিত্তিতে, ক্যাস্পিয়ান সাগর ও কৃষ্ণসাগর পার হওয়া নতুন দক্ষিণ চ্যানেল সাফল্যের সঙ্গে এ পর্যন্ত ইউরোপের ২৫টি দেশের ২২৩টি শহর এবং ১১টি এশীয় দেশের শতাধিক শহরে যাওয়া যায়। পরিষেবা নেটওয়ার্ক মৌলিকভাবে ইউরেশিয়ায় বিস্তৃত হয়েছে।
শুরু দিকের ল্যাপটপ ও প্রিন্টারের মতো আইটি পণ্য থেকে এ পর্যন্ত চীন-ইউরোপ মালবাহী ট্রেনে পরিবহন মালামালের রকমফের যথাক্রমে পোশাক ও জুতা, অটোমোবাইল ও আনুষাঙ্গিক, সাধারণ পণ্যদ্রব্য, খাদ্য, কাঠ, রাসায়নিক ও যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম ইত্যাদি ৫০ হাজারের বেশি পণ্যে সম্প্রসারিত হয়েছে।