বাংলা

"মেড ইন আফ্রিকা" শীর্ষক চীনা শিল্প পার্কের জনপ্রিয়তার কারণ

CMGPublished: 2024-05-27 16:07:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দীর্ঘকাল ধরে, আফ্রিকার শিল্প উত্পাদন ও প্রক্রিয়াকরণ ক্ষমতা দূর্বল ছিল। সাম্প্রতিক বছরগুলোতে, উগান্ডান সরকার ব্যাপকভাবে সংস্কারকাজ চালায়, শিল্পায়নকে টেকসই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পথ হিসেবে চিহ্নিত করে, শুল্ক-মুক্ত ও শুল্ক হ্রাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে বৈদেশিক পুঁজি আকর্ষণের চেষ্টা করে, এবং শিল্প সহযোগিতা পার্ক প্রতিষ্ঠা করে।

ওয়াং ওয়েনথোং জানান, শিল্প পার্কে ‘ওয়ান-স্টপ পরিষেবা কেন্দ্র’ ছাড়াও, লুবান কর্মশালার প্রশিক্ষণ ঘাঁটি আছে। চলতি বছর আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হওয়ার পর, স্থানীয় কর্মীদের জন্য ফিটার কৌশল ও বৈদ্যুতিক অটোমেশন প্রযুক্তির মতো বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে এখানে, যাতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের উত্পাদন-চাহিদা পূরণ করা যায়।

ওয়াং আরও জানান, বর্তমানে শিল্প পার্কে বেশ কয়েকটি স্থানীয় টিভি ও স্মার্টফোন ব্র্যান্ড ইনকিউবেট রয়েছে। ভবিষ্যতে ‘ইউহোম’-এর মতো যৌথ প্রকল্পের মাধ্যমে, অনলাইন-অফলাইন চ্যানেল কাজে লাগিয়ে, একটি স্থানীয় ডিজিটাল বুদ্ধিমান শিল্প পরিবেশ প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

উগান্ডার বাণিজ্য, শিল্প ও সহযোগিতা মন্ত্রণালয়ের শিল্প প্রতিমন্ত্রী ডেভিড বাহাতি বলেন, চীনা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা উগান্ডার শিল্প পার্কে স্থানীয় সম্পদ দিয়ে নির্মাণ শিল্প উন্নয়ন করার মাধ্যমে, আফ্রিকা-চীন শিল্পায়ন সহযোগিতা অব্যাহতভাবে নতুন পর্যায়ে এগিয়ে নিতে সহায়তা দিচ্ছে। তিনি এসব শিল্প পার্ক, আরও বেশি স্থানীয় আফ্রিকান ব্র্যান্ড লালন করে, ‘মেড ইন আফ্রিকা’-কে বিশ্বের বাজারে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn