"মেড ইন আফ্রিকা" শীর্ষক চীনা শিল্প পার্কের জনপ্রিয়তার কারণ
উগান্ডার রাজধানি কাম্পালার একটি বিপণীবিতানের যন্ত্রপাতির অংশের আধুনিক ও সহজ আলংকারিক বিন্যাস সহজে ক্রেতাদের সৃষ্টি আকর্ষণ করতে পারে। দু’তলার দোকানটির আয়তন কয়েক হাজার বর্গমিটার। টিভি, রেফ্রিজারেটর, কাপড় ধোয়ার যন্ত্র থেকে শুরু করে বৈদ্যুতিক রাইস-কুকার, মাইক্রোওয়েভ ওভেন ও জুসার পর্যন্ত, সবকিছুই আছে এখানে। এমনকি, এখানে বুদ্ধিমান সুইপিং রোবটের মতো নতুন পণ্যও আছে।

‘ইউহোম’ নামের দোকানের দেয়ালে একটি পোস্টার নজরকাড়া। এতে জাতীয় পাখি ধূসর মুকুটযুক্ত ক্রেনের ছবি ছাড়াও আছে ইংরেজি লেখা ‘বুবু’। এটি “Buy Uganda, Build Uganda”র সংক্ষিপ্ত রূপ। উগান্ডার সরকার এর উদ্যোক্তা। এর লক্ষ্য হলো অভ্যন্তরীণ নির্মাণ শিল্পের উন্নয়ন এবং স্থানীয় পণ্যের ভোগ বাড়ানো। “ইউহোম’-এর বিক্রয় ব্যবস্থাপক আব্দুল সেকাবিলা’র ব্যাখ্যা অনুসারে, এখানকার অধিকাংশ ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি, চীন-উগান্ডা ‘এমবালে’ শিল্প পার্কে উত্পাদিত হবার পর, সরাসরি দোকানে পাঠানো হয়। স্ব-উত্পাদন ও স্ব-বিপণন অপারেশন মোড কার্যকরভাবে, উত্পাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত, ব্যাপকভাবে মূল্য হ্রাস করে।
চীন-উগান্ডা এমবালে শিল্প পার্ক কাম্পালা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আশপাশে তিনটি জাতীয় সড়ক আছে। শিল্প পার্কটি অবস্থিত এমবালে শহরে, যেটি কেনিয়ার মোম্বাসা বন্দরে যাওয়ার সময় অতিক্রম করতে হয়। দেশটির জাতীয় পর্যায়ের শিল্প পার্ক ‘ইউহোম’-এর মতো চীনা ব্যক্তি-উদ্যোগ থিয়ানথাং গ্রুপের বিনিয়োগ ও অপারেশনও আছে। ২০১৮ সালের মার্চ থেকে ৪০টির বেশি প্রতিষ্ঠান আকর্ষণ করেছে এই পার্ক। এখানে ৫ সহস্রাধিক স্থানীয় কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি, দৈনন্দিন ব্যবহারের রাসায়নিক, হোম টেক্সটাইল, নির্মাণ-সামগ্রী, চিকিত্সা ও ওষুধ এবং গাড়ি উত্পাদন হচ্ছে এই পার্কে, যেগুলোর সাথে উগান্ডার জনসাধারণের জীবন জড়িত। থিয়ানথাং গ্রুপের মহাব্যবস্থাপক ওয়াং ওয়েনথোং বলেন, শিল্প পার্ক প্রতিষ্ঠার লক্ষ্য ছিল, এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশটির শূন্যস্থান পূরণ করে, এ রকম পণ্যের খরচ কমানো এবং নির্মাণ শিল্পের মাধ্যমে স্থানীয় শিল্পায়ন বেগবান করা এবং কর্মসংস্থান ও জীবিকা উন্নত করা।
