অবকাঠামো নির্মাণ খাতে চীন-সার্বিয়া সহযোগিতা
পাওয়ার চায়না আন্তর্জাতিক কোম্পানির প্রেসিডেন্ট ছেন কুয়ানফু বলেন, কোম্পানিটি সার্বিয়ার বাজারে পরিষেবা উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। বিশেষ করে, জাতীয় ফুটবল স্টেডিয়াম ও বিশ্ব মেলা প্রদর্শনীকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হচ্ছে। কোম্পানিটি কার্যকরভাবে প্রকল্পের নির্মাণচুক্তি বাস্তবায়ন করবে এবং সময়মতো কাজ শেষ করবে।
বেলগ্রেডের সড়কে হাঁটলে মাঝে মাঝে ‘২০২৭ বেলগ্রেড প্রফেশনাল এক্সপো’-র বিজ্ঞাপন দেখা যায়। স্থানীয় তথ্যমাধ্যম বলছে, চীনা প্রতিষ্ঠান গভীরভাবে বিশ্ব মেলা পার্ক ও নিকটবর্তী অঞ্চলের নির্মাণকাজে অংশ নিচ্ছে। সার্বিয়ার ভাবমূর্তি উন্নয়নে এবং বেলগ্রেডের অবকাঠামোর মান উন্নয়নে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
সার্বিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি মিং বলেন, ‘২০২৭ বেলগ্রেড প্রফেশনাল এক্সপো’র আয়োজন শুধু পুরো সার্বিয়ার জন্য নির্মাণ ও পরিবর্তনের গুরুত্বপূর্ণ মহান আনন্দের ব্যাপার নয়, চীন-সার্বিয়া বাস্তব সহযোগিতা গভীরতর করার জন্য নতুন সুযোগও বটে।
সাম্প্রতিক বছরগুলোতে, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ কাঠামোয় চীন-সার্বিয়া অবকাঠামো সহযোগিতার উজ্জ্বল বিষয় অসংখ্য এবং এক্ষেত্রে অনেকগুলো ‘প্রথম’ সৃষ্টি করেছে। বেলগ্রেড জেমুন-বোরকা সেতু হলো ইউরোপে চীনা প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত প্রথম সেতু; ই ৭৬৩ এক্সপ্রেস হলো ইউরোপে চীনা প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত প্রথম এক্সপ্রেস সড়কপথ। এ ছাড়া, ‘বেল্ট অ্যান্ড রোড’-এর ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে হাঙ্গেরি রেলপথ ইউরোপে চীনা দ্রুতগতির ট্রেনের প্রথম পদচিহ্ন।