বাংলা

ইন্টারনেটে ভাইরাল হয়েছে ছাতা নির্মাতা লেই পেং লিন

CMGPublished: 2024-05-09 11:05:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সদ্য তৈরি ছাতার কাপড় নিয়ে, একটি ভ্যান চালিয়ে লেই পেং লিন উপযুক্ত কাঠামো নির্বাচন করতে ছাতার জিনিসপত্রের বাজারে ছুটে যান।

তিনি বলেন, কাঠামোর মধ্যে দুটি পার্থক্য রয়েছে। একটি স্বয়ঃক্রিয় এবং অন্যটি ম্যানুয়াল। তাছাড়া আমরা যে কাঠামোগুলো বেছে নিই। সেগুলো সব ফাইবারস কাঠামো। যদি লোহার কাঠামো বেছে নেওয়া হয়, তাহলে সেগুলো সহজে মরিচা ধরবে।

ছাতার কাপড় ও কাঠামো নিয়ে কারখানায় ফিরেছেন লেই পেং লিন। এগুলো নিয়ে শ্রমিকরা দক্ষতার সঙ্গে ছাতা তৈরির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। নেটিজেনের পাঠানো একটি ছবি অবশেষে একটি ছাতায় পরিণত হয়েছে।

লেই পেংলিন বলেন, তার এই ইচ্ছা পূরণ করতে একদিন লেগেছিল। আমার ইচ্ছা হলো যে, আরও বেশি নেটিজেন তাদের প্রিয় ছাতা ব্যবহার করতে পারে।

ছাতা প্রক্রিয়াজাত শিল্পে প্রায় ২০ বছর ধরে কাজ করছেন লেই পেং লিন। ছাতা কারখানার একজন সাধারণ কর্মী থেকে ব্যবস্থাপক, তার পর কারখানার বসে পরিণত হয়েছেন তিনি। এ পথের যাত্রায় লেই পেং লিন মনোযোগ দিয়ে ছাতা তৈরি করেছেন এবং সে সব ছাতার মধ্য দিয়ে গ্রাহকদের ইচ্ছে পূরণ করেছেন। তাতে তিনি ব্যবসার নতুন সুযোগ ও উন্নয়নও সাধন করেছেন।

২০১৪ সালে লেই পেং লিন তার নিজস্ব ছাতা কারখানা প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে বিক্রয় প্রসারিত করার জন্য লেই পেং লিন অনলাইনে লাইভ সম্প্রচার চালাতে শুরু করেন। ধীরে ধীরে তার নিজস্ব ছাতা পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছু শর্ট ভিডিও শ্যুট করা শুরু করেন তিনি। কিন্তু ই-কমার্সে প্রবেশের প্রথম দুই বছরে লেই পেং লিনের অ্যাকাউন্টে মাত্র এক বা দুই হাজার ভিডিও ভিউ ছিল। এই কারণে লেই পেং লিন বারবার তার ভিডিও স্ক্রিপ্ট পরিমার্জন করেন। অবশেষে তিনি তার নিজস্ব অনন্য ভিডিও শৈলী তৈরি করতে সক্ষম হন।

লেই পেং লিন বলেন, “২০২২ সালের ১৪ মে তার ভিডিও জনপ্রিয় হয়ে ওঠে। তার একটি ভিডিও বড় হিট হয়েছে। এটির পুরো নেটওয়ার্কে ১০ লাখেরও বেশি লাইক রয়েছে। এইভাবে নেটিজেনরা আমাকে চিনতে পেরেছে।”

জনপ্রিয় হয়ে ওঠার পর লেই পেংলিনের অ্যাকাউন্টে অনুরাগীর সংখ্যা ৩ হাজার থেকে তিন লাখে ছাড়িয়েছে। অনেক ভক্ত লেই পেংলিনকে বিশেষ সুবিধাসহ কিছু ছাতা তৈরি করতে বলে মন্তব্যের জায়গায় বার্তা দিতে শুরু করে।

ছাতাগুলো মূলত বাতাস এবং বৃষ্টি থেকে মানুষকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু যে ছাতাগুলো ইচ্ছার প্রতিনিধিত্ব করে, সেগুলো জীবনের জন্য একটি অপরিহার্য প্রয়োজন এবং দূরবর্তী স্থানগুলো জন্য একটি নান্দনিক উপহার।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn