বাংলা

ইন্টারনেটে ভাইরাল হয়েছে ছাতা নির্মাতা লেই পেং লিন

CMGPublished: 2024-05-09 11:05:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সাইবারে একজন বস রয়েছেন। তার নাম লেই পেং লিন। তিনি প্রায় ২০ বছর ধরে ছাতা প্রক্রিয়াজাত শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি চেচিয়াং প্রদেশের শাও সিং শহরের শাং ইয়ু জেলার একটি ছাতা কোম্পানির মালিক বা বস। লেই পেং লিন প্রতিনিয়ত ইন্টারনেটে তার ছাতার পরিচিতির জন্য ভিডিও পোস্ট করেন। তার ভিডিওতে বিভিন্ন নেটিজেন ভাইরাল মন্তব্য করে থাকেন। যেমন, যে ছাতাগুলো আলোকিত হয়, ছাতাগুলো জলের সংস্পর্শে এলে রঙ পরিবর্তিত হয় ইত্যাদি। লেই পেং লিন একের পর এক নেটিজেনদের এই ইচ্ছাগুলো পূরণ করেছেন। তাই নেটিজেনরা তাকে ‘ইন্টারনেটের সবচেয়ে বাধ্য বস’ বলে ডাকেন।

লেই পেং লিনের অনলাইন সংক্ষিপ্ত ভিডিও’র মন্তব্য এলাকা এবং ব্যাকস্টেজ ব্যক্তিগত বার্তাগুলো একটি বড় উইং পুলের মতো। তাতে নেটিজেনদের ছাতার জন্য সমস্ত ধরণের শুভেচ্ছায় পরিপূর্ণ।

নেটিজেনদের ইচ্ছা প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি তাদের চাওয়া ছাতা তৈরি করতে চেষ্টা করেন। একজন নেটিজেন চিয়াং নান অঞ্চলের বৈশিষ্ট্যময় ছাতা চান এবং তাকে একটি ছবি পাঠান। এ ছবি দেখে তিনি তত্ক্ষণিকভাবে ছাতাটি তৈরি করতে শুরু করেন।

তিনি তার কর্মীকে বলেন, “এ ছবি অনুযায়ী দ্রুতভাবে নকশা করো। এটি একজন ভক্তের চাওয়া ছাতা।”

দশ মিনিটের মধ্যে চিয়াং নান অঞ্চলের বৈশিষ্ট্যময় ছবি ছাতায় বসানো হয়েছে। লেই পেং লিন আরও বলেন, “এটি প্রিন্টিং এবং ডাইং ফ্যাক্টরিতে পাঠান এবং তাকে এটি দ্রুত করতে বলুন। আমি এখন গিয়ে দেখে নেব।” সেই প্রিন্টিং এবং ডাইং ফ্যাক্টরি’র সঙ্গে দীর্ঘকাল ধরে সহযোগিতা চালিয়ে আসছে লেই পেং লিন। নেটিজেনদের কিছু অনুরোধ মোটাতে বিশেষ ধরণের প্রিন্টিং দরকার হয়।

সেই প্রিন্টিং কোম্পানির ব্যবস্থাপক ছেন সোং বলেন, “সম্প্রতি তার জন্য বেশ কয়েক ধরণের ছাতার কাপড় তৈরি করেছি। এতে আমাদের কারখানাও উপকৃত হয়েছে। আমাদের কারুশিল্পের উন্নতিও হয়েছে। অনেক গ্রাহক আমাদের কাছে সে সব কারুশিল্প চায়।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn