বাংলা

তানজানিয়ার গ্রাম আলোকিত করে চীনা প্রতিষ্ঠান

CMGPublished: 2024-05-06 14:54:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের তানজানিয়া শাখা কোম্পানির জেনারেল ম্যানেজার ওয়াং তোং জানান, তারা সবসময় স্থানীয় কর্মীদল লালন করার মাধ্যমে পেশাদার মেধাশক্তি যোগান দেন। এছাড়া স্থানীয় সম্পদের প্রাধান্যের ওপর নির্ভর করে, বিভিন্ন নির্মাণকাজ বেগবান করছেন।

স্থানীয় কর্মী যোহানা কাগুতি জানান, আগে তাঁর চাকরি ছিল না। পরিবারের জীবন খুবই কঠিন ছিল। চীনা বন্ধুরা এখানে প্রকল্প নির্মাণ করার পর অনেক তরুণের কর্মসংস্থান সমস্যার সমাধান হয়েছে।

স্থানীয় শিশুদের লেখাপড়ার অসুবিধা দূর করতে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প বিভাগ ৭শ’র বেশি স্কুল সরবরাহ কিনে স্থানীয় দু’টো প্রাথমিক বিদ্যালয়কে দিয়েছে। এতে আড়াইশ’ শিক্ষার্থী উপকৃত হয়েছে।

জানা গেছে, প্রকল্পটি হলো ৫০ বছরের বেশি সময়ে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের প্রথম জ্বালানি অবকাঠামো প্রকল্প। পূর্ব আফ্রিকা কোম্পানির প্রেসিডেন্ট চিয়াং ইয়ুনথাও বলেন, চীন ও তানজানিয়ার অর্থনীতি অব্যাহতভাবে উন্নত হচ্ছে। দু’পক্ষের মৈত্রী দিন দিন দৃঢ় হয়ে উঠছে। যা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তি দেয়। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি ‘বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ’-বিআরআইয়ের আওতায় নির্মাণকাজে নিজেকে নিয়োজিত করবে, অভিন্ন উন্নয়ন বেগবান করার জন্য শক্তি সঞ্চার করবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn