বাংলা

পিচফুলে সমৃদ্ধি সিচাংয়ের লিনচি কৃষকদের

CMGPublished: 2024-05-03 10:00:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সিচাং বা তিব্বতের লিনচি শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পিচ ব্লসম ট্যুরিজম অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল। পাহাড়জুড়ে পিছ বাগানে পর্যটকের উপচে পড়া ভিড়। পর্যটকরা সুন্দর পিচফুল উপভোগের পাশাপাশি সুন্দর সুন্দর ছবি তোলেন। অসাধারণ পিচ সম্পদ কাজে লাগিয়ে লিনচি’র পিচফুল অর্থনীতিতে প্রাণশক্তি দেখিয়েছে এবং স্থানীয় কৃষকদের উপার্জন বাড়ানোর পদ্ধতিতে পরিণত হয়েছে।

লিন চি শহরের কালা গ্রামে রয়েছে ১৮ হেক্টর পিচ বাগান। পরিচ্ছন্নকর্মী প্রতিদিন বাগান পরিষ্কার করে, তাই বাগানে দেখতে খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন। কর্মীরা কেউ কেউ পর্যটকের জন্য ঘোড়া টেনে ছবি তুলছেন। কেউ কেউ যানজট ছাড়াতে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন। পিচ বাগানের বাইরে নি ইয়াং নদীর পারে কেউ কেউ গান গাইতে গাইতে গাছ লাগাচ্ছেন।

সিমাছুচি নামের এক সিচাংবাসী বলেন, ‘দর্শনীয় স্থানে যারা কাজ করছেন, তারা আমার মতো গ্রামবাসী। কথা বলার সঙ্গে সঙ্গে তিনি সাংবাদিককে তার মোবাইলে সেভ করা কর্মসূচি দেখান: গত সপ্তাহে নদীর পারে পিচ গাছ লাগানো হয়েছে। এ সপ্তাহে পিচ বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সাংবাদিকরা দেখেছেন যে, কালা গ্রামবাসী পিচফুল উৎসব চলাকালে টিকিট বিক্রি, পরিছন্নতাকর্ম পরিচালনা এবং শ্রম দেওয়াসহ নানা কাজ করে আসছেন।

গ্রাম কমিটির উপপরিচালক সিমাতুওচি বলেন, “আমরা গ্রামবাসীদের চার দলে ভাগ করেছি। এর জন্য একটি কর্মসূচিও বানিয়েছি। অনেক কাজ রয়েছে। আমাদের ৩৩টি পরিবারের ১৪৮ জন সে সব কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট নয়।”

সাংবাদিককে এ কথা বলার সময় নিমাতুওচি স্থানীয় ঐতিহ্যবাহী কাপড়ে চেয়ারে হাত দিয়ে তীরন্দাজি সরঞ্জাম পরীক্ষা করছেন। তিনি বলেন, “আজ আমি তীরন্দাজি মাঠে কাজের দায়িত্বে রয়েছি। কিছুক্ষণ আগে বেশ কয়েকজন পর্যটক প্রকল্পের অভিজ্ঞতা নিতে এসেছিলেন।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn