বাংলা

রোববারের আলাপন: চীনের গাছ লাগানো দিবস বা বৃক্ষরোপণ প্রসঙ্গে

CMGPublished: 2024-04-07 06:36:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি তৌহিদ এবং আকাশ।

বন্ধুরা, গত ১২ মার্চ ছিল চীনের ৪৬তম বৃক্ষরোপণ দিবস। এ উপলক্ষ্যে ১৬ মার্চ বেইজিং শীতকালীন অলিম্পিক পার্কে সংশ্লিষ্ট কার্যক্রমের আয়োজন করা হয়। এতে তরুণ, কিশোর থেকে বয়স্ক পর্যন্ত, সব বয়সের স্বেচ্ছাসেবকরা সুন্দর এ বসন্তকালীন সময়ে পার্কের লিয়ান সি লেকের পাশে একযোগে গাছে পানি দেয়াসহ সংশ্লিষ্ট নানা কার্যক্রমে অংশ নিয়েছেন।

উল্লেখ্য যে, সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০২৩ সালে, চীনে মোট প্রায় ৪০ লাখ হেক্টর জমিতে নতুন করে গাছ লাগানো হয়েছে। বিগত ২০ বছরে, বিশ্বের নতুন সবুজের মোট চার ভাগের এক ভাগ ছিল চীনের অবদান।

ভাই, বৃক্ষরোপণ সম্পর্কে আমাদের কিছু বলুন।

আমাদের সি চিন সান জেলায় আসলে অনেক সবুজ রয়েছে। আপনি আমাদের কিছু বলতে পারবেন কি?

চীনে সবুজ উন্নয়ন এবং মানুষ ও প্রকৃতির সমন্বিত সহাবস্থানের দিকে অনেক গুরুত্ব দেয়। এখাতে আপনি আমাদের কিছু বলতে পারবেন?

তৌহিদ:

সংগীত

বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চীনে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। আমরা আজ এ নিয়ে আলাপ করব।

বন্ধুরা, দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে, বিদেশি বিনিয়োগকারী অব্যাহতভাবে চীনে বিনিয়োগ করেছেন। সংশ্লিষ্ট তথ্যে দেয়া যায়, চীনে ফ্রান্স ও সুইডেনের বিনিয়োগ যথাক্রমে ২৫ গুণ ও ১১ গুণ বেড়েছে। একই সংগে জার্মানি, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিনিয়োগ আগের চেয়ে যথাক্রমে ২১১.৮ শতাংশ, ১৮৬ ছিয়াশি.১ শতাংশ ও ৭৭ সাতাত্তর.১ শতাংশ বেড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রধান জানান, ২০২৪ চব্বিশ সালের জানুয়ারিতে, চীনে মোট ৪৫৮৮ অষ্টআশি টি বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৪ চুয়াত্তর .৪ শতাংশ বেশি। এতে দেখা যায়, আন্তর্জাতিক কোম্পানি আগের মতই চীনের বাজারের উন্নয়নের সুযোগের ওপর গুরুত্ব দেয়, তারা অব্যহতভাবে চীনে বিনিয়োগ বাড়াতে থাকে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn