বাংলা

রোববারের আলাপন: চীনের গাছ লাগানো দিবস বা বৃক্ষরোপণ প্রসঙ্গে

CMGPublished: 2024-04-07 06:36:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি তৌহিদ এবং আকাশ।

বন্ধুরা, গত ১২ মার্চ ছিল চীনের ৪৬তম বৃক্ষরোপণ দিবস। এ উপলক্ষ্যে ১৬ মার্চ বেইজিং শীতকালীন অলিম্পিক পার্কে সংশ্লিষ্ট কার্যক্রমের আয়োজন করা হয়। এতে তরুণ, কিশোর থেকে বয়স্ক পর্যন্ত, সব বয়সের স্বেচ্ছাসেবকরা সুন্দর এ বসন্তকালীন সময়ে পার্কের লিয়ান সি লেকের পাশে একযোগে গাছে পানি দেয়াসহ সংশ্লিষ্ট নানা কার্যক্রমে অংশ নিয়েছেন।

উল্লেখ্য যে, সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০২৩ সালে, চীনে মোট প্রায় ৪০ লাখ হেক্টর জমিতে নতুন করে গাছ লাগানো হয়েছে। বিগত ২০ বছরে, বিশ্বের নতুন সবুজের মোট চার ভাগের এক ভাগ ছিল চীনের অবদান।

ভাই, বৃক্ষরোপণ সম্পর্কে আমাদের কিছু বলুন।

আমাদের সি চিন সান জেলায় আসলে অনেক সবুজ রয়েছে। আপনি আমাদের কিছু বলতে পারবেন কি?

চীনে সবুজ উন্নয়ন এবং মানুষ ও প্রকৃতির সমন্বিত সহাবস্থানের দিকে অনেক গুরুত্ব দেয়। এখাতে আপনি আমাদের কিছু বলতে পারবেন?

তৌহিদ:

সংগীত

বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চীনে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। আমরা আজ এ নিয়ে আলাপ করব।

বন্ধুরা, দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে, বিদেশি বিনিয়োগকারী অব্যাহতভাবে চীনে বিনিয়োগ করেছেন। সংশ্লিষ্ট তথ্যে দেয়া যায়, চীনে ফ্রান্স ও সুইডেনের বিনিয়োগ যথাক্রমে ২৫ গুণ ও ১১ গুণ বেড়েছে। একই সংগে জার্মানি, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিনিয়োগ আগের চেয়ে যথাক্রমে ২১১.৮ শতাংশ, ১৮৬ ছিয়াশি.১ শতাংশ ও ৭৭ সাতাত্তর.১ শতাংশ বেড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রধান জানান, ২০২৪ চব্বিশ সালের জানুয়ারিতে, চীনে মোট ৪৫৮৮ অষ্টআশি টি বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৪ চুয়াত্তর .৪ শতাংশ বেশি। এতে দেখা যায়, আন্তর্জাতিক কোম্পানি আগের মতই চীনের বাজারের উন্নয়নের সুযোগের ওপর গুরুত্ব দেয়, তারা অব্যহতভাবে চীনে বিনিয়োগ বাড়াতে থাকে।

পাশাপাশি, বিদেশি বিনিয়োগকারী চীনে তাঁদের বিনিয়োগের কাঠামো অব্যহতভাবে উন্নত করছে। জানুয়ারিতে, উচ্চ প্রযুক্তিগত উত্পাদন শিল্পের খাতে বিদেশি বিনিয়োগ ৪০.৬ শতাংশ বেড়েছে, এর মধ্যে চিকিত্সা সরঞ্জাম ও যন্ত্র উত্পাদন শিল্পে বিদেশি বিনিয়োগ ৫৫৮আটান্ন.৮ শতাংশ বেড়েছে। এতে প্রতিফলিত হয় যে, চীনে অব্যাহতভাবে উচ্চ গুণগত মানের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে চীনে বিদেশি বিনিয়োগ অব্যাহতভাবে রূপান্তর ও উন্নত হচ্ছে।

বন্ধুরা, আরও বেশি কার্যকরভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও উচ্চ মানের উন্মুক্তকরণ এগিয়ে নিতে, গত বছরের জুলাই মাসে, চীনে ‘বিদেশি বিনিয়োগ পরিবেশ আরও উন্নত ও বিদেশি বিনিয়োগ আরও আকর্ষণ করা বিষয়ক মতামত’ প্রকাশিত হয়। এ নীতিমালাকে বিদেশি পুজি শিল্পপ্রতিষ্ঠানগুলো অনেক স্বাগত জানায়। সংশ্লিষ্ট উপাত্ত অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারির শুরু পর্যন্ত, এ নীতিমালার ৬০ ষাট শতাংশেরও বেশি ব্যবস্থা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বা ইতিবাচকভাবে অগ্রগতি অর্জিত হচ্ছে। অধিকাংশ বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান এর সুষ্ঠু মূল্যায়ন করেছে।

পাশাপাশি, গত বছরের জুলাই মাস থেকে, বাণিজ্যমন্ত্রণালয় বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান গোল-টেবিল সম্মেলন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। এতে বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠানগুলোর মতামত শোনা হবে এবং তাদের সমস্যা সমাধান করা হবে। এ বছরের জানুয়ারির নাগাদ, বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ১৬বার গোল-টেবিল সম্মেলনের আয়োজন করেছে, এতে চার শতাধিক বিদেশি পুঁজির শিল্পপ্রতিষ্ঠান ও বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং তাদের তিন শতাধিক সমস্যা সমাধান করা হয়েছে।

পাশাপাশি, চীনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রচার কাউন্সিল তথা CCPITর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, তদন্তে অংশ নেওয়া বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৭০ সত্তর শতাংশ আগামী ৫ বছরের চীনের বাজারের পরিস্থিতিকে ইতিবাচক মতামত দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪ সালে চীনে বিদেশি বিনিয়োগ অব্যাহতভাবে এগিয়ে নিতে, আরও বেশি ব্যবস্থা গ্রহণ করা হবে বা উন্নত করা হবে। বিশ্বের স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়ন এগিয়ে নিতে চীন অবশ্যই অব্যাহত অবদান রাখবে।

ভাই, এখাতে আপনার ধারণা কি?

তৌহিদ:..

চীন ও বাংলাদেশের অর্থ-বাণিজ্যিক বিনিময় ও সহযোগিতা নিয়ে আপনি কি বলেন?

বাংলাদেশে অনেক চীনা শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে তা অব্যাহত কাজ করে আসছে। এ নিয়ে আপনি কি বলতে চান?

তৌহিদ:...

Share this story on

Messenger Pinterest LinkedIn