ছোট কাঁচির কারিগর থেকে বিশ্ব চ্যাম্পিয়ন
বেইজিংয়ের শিল্প বাণিজ্য প্রযুক্তি কলেজে পোশাক ডিজাইন ও উৎপাদন বিষয়ক জ্যেষ্ঠ শিক্ষক হু পিং শিক্ষার্থীদের পোশাক তৈরি করতে নির্দেশনা দিচ্ছেন। “এ বিষয়ের নাম ডাবল খোলা লাইন। এখানে দুটি লাইন সেলাই করা দরকার। তারপর কাঁচি দিয়ে কাটতে হবে। অতিরিক্ত সুতো রাখা যাবে না।”
কথাগুলো বলছিলেন হু পিং। তার বয়স ২৫ বছর। তিনি ৪৪তম বিশ্ব কারিগরি প্রতিরোধমূলক পোশাক প্রযুক্তি ধারার চ্যাম্পিয়ন, বিশ্ব কারিগরি প্রতিযোগিতার বেইজিং পোশাক প্রযুক্তি ধারার চীনা প্রশিক্ষণ কোচ এবং বেইজিংয়ের তৃতীয় শীর্ষ কারিগর।
বিশ্ব কারিগরি প্রতিযোগিতাকে কারিগরি মহলের অলিম্পিক হিসাবে বিবেচনা করা হয়। পোশাক ডিজাইন ও উৎপাাদন একটি জটিল কারিগরি কাজ।
তরুণ হু পিং কীভাবে শক্তিশালী প্রতিযোগীদের মধ্যে সফল হয়েছেন?
হু পিং বলেন, “ছোট বেলায় আমি হস্তশিল্প খুব পছন্দ করতাম। পেপার কাটিং, ছবি আঁকাসহ ওই ধরনের কাজ করতে খুব ভালো লাগতো আমার।”
২০১৩ সালে হু পিং বেইজিংয়ের শিল্প ও বাণিজ্য প্রকৌশলী কলেজে পোশাক ডিজাইন ও উৎপাদন বিষয়ে ভর্তি হন।
যখন তিনি তার সিনিয়র ব্যাচের শিক্ষার্থী ছেন বি হুয়ার ৪৩তম বিশ্ব কারিগরি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভের খবর শোনেন, তখন তিনি খুব উৎসাহিত বোধ করেন। তাই তিনি কলেজে বাছাই প্রতিযোগিতায় অংশ নেন। তারপর তাকে প্রতিযোগিতার জন্য স্থাপিত ক্লাসে ভর্তি করা হয়।
সে দু’বছর ছিল অত্যন্ত কঠিন সময়। তবে সে সময় তার সক্ষমতা অনেক বাড়ে। হু পিং দু’বছর ধরে পোশাক ডিজাইন ও উৎপাদনের দক্ষতা উন্নত করেন। কোচের উৎসাহ ও নির্দেশনায় তিনি অনেক দক্ষ হয়ে ওঠেন।
সুযোগ সব সময় থাকে। ২০১৬ সালে অনুষ্ঠিত ৪৪তম বিশ্ব কারিগরি প্রতিযোগিতার চীনা দলের বাছাই প্রতিযোগিতায় হু পিং অন্যদের চেয়ে ভালো করেন। চীনের পক্ষ থেকে তিনি ২০১৭ সালের অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিত ৪৪তম বিশ্ব কারিগরি প্রতিযোগিতার পোশাক কারিগর ধারায় অংশ নেন।