বাংলা

আন্তর্জাতিক মহলের ব্যক্তিদের চোখে চীনা অর্থনীতির সম্ভাবনা বিশাল

CMGPublished: 2024-04-01 10:09:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চীন উন্নয়ন ফোরাম ২০২৪-এর বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলেনে আন্তর্জাতিক আর্থিক খাতের ব্যক্তিরা চীনের উন্নয়ন সম্ভাবনা বিশ্লেষণ করেন। তারা মনে করেন, চীনের অর্থনীতি সীমাহীন সম্ভাবনায় ভরপুর, পাশাপশি বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি।

২০২৩ সাল ছিল মহামারীর পর চীনের অর্থনৈতিক উন্নয়ন পুনরুদ্ধারের বছর। ওই বছরে তার আগের বছরের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৫ দশমিক ২ শতাংশ।

এ সম্পর্কে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি’র প্রেসিডেন্ট চিন লিছুন বলেন, চীনের বিশাল অর্থনৈতিক ভিত্তি রয়েছে। তাঁর মতে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সৃষ্ট ধন আগের চেয়ে ‘অনেক বেশি’ হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ২০২৩ সালে চীনের অর্থনীতির উচ্চ মূল্যায়ন করেন। চীনের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্লেষণ করে তিনি বলেন, ‘চীন হবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করা গুরুত্বপূর্ণ শক্তি।’

এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র প্রেসিডেন্ট আসাকাওয়া মাসাসুকু মনে করেন, চীনের প্রবৃদ্ধি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখবে। তিনি অনুমান করেন, ২০২৪ সালে চীনের অর্থনীতির একটি স্থিতিশীল প্রবৃদ্ধি হবে।

বহির্বিশ্বও চীনের প্রবৃদ্ধির সম্ভাবনা বিশ্লেষণ করে। কারণ চীনের অর্থনীতির প্রবল প্রাণশক্তি আছে। এবারের ফোরামের বিদেশি পক্ষের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রভিত্তিক চুব লিমিটেড অ্যান্ড চুব গ্রুপের প্রেসিডেন্ট ইভান গ্রিনবার্গ বলেন, চীনের প্রচুর উচ্চমানের শ্রমিক, সুসম্পূর্ণ অবকাঠামো, শক্তিশালী উত্পাদন দক্ষতা এবং বৈজ্ঞানিক শক্তি আছে। প্রাণবন্ত বেসরকারি খাত বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনে আস্থা বয়ে আনবে, যা বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে সহায়ক হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn