বাংলা

রোববারের আলাপন: চীনের ১৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া শেষ

CMGPublished: 2024-03-17 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ ও তৌহিদ।

বন্ধুরা, সম্প্রতি চীনের ১৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া শেষ হয়েছে। আমরা আজ এ নিয়ে আলাপ করব, কেমন?

‘তৃণভূমির সাথে আমার সাক্ষাতের কথা রয়েছে, মনে মনে তাকে মিস করছি, তখন সব বলব...’ বন্ধুরা, এটা হচ্ছে ‘The Date with the Grassland’ গানটির একটি বাক্য। এ গান হচ্ছে ক্লাসিকাল তৃণভূমির একটি গান। তা হচ্ছে দেশের ১৪তম জাতীয় শীতকালীন গেমসের সমাপ্তি অনুষ্ঠানের প্রধান থিম। সম্প্রতি, চীনের ১৪তম জাতীয় শীতকালীন গেমস দেশের ইনার মঙ্গোলিয়া হুলুনপেইর শহরে শেষ হয়েছে।

গেমসটির সমাপ্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে ইনার মঙ্গোলিয়ার সংস্কৃতি ও সুন্দর দৃশ্যসংস্কৃতি ও সুন্দর দৃশ্যসংস্কৃতি ও সুন্দর দৃশ্যসংস্কৃতি সংস্কৃতি ও সুন্দর দৃশ্য দেখানো হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া তাতে পরবর্তী গেমসের আয়োজক স্থানও প্রদর্শন করা হয়েছে। দেশের ১৫তম জাতীয় শীতকালীন গেমস ২০২৮ সালে লিয়াও নিং প্রদেশে আয়োজন করা হবে।

এবারের গেমসে, দেশের ৩৫টি খেলোয়াড় প্রতিনিধিদলের প্রায় তিন হাজারেরও বেশি খেলোয়াড় একযোগে প্রতিযোগিতা করেছেন। এতে মোট ৯৯টি স্বর্ণপদকের জন্ম হয়। ৩৫টি প্রতিনিধি দলের মধ্যে ২৬টি দল স্বর্ণপদক জয় করেছে, ৩০টি দল পদক পেয়েছে।

উল্লেখ্য যে, গেমসটিতে সাধারণ মানুষের জন্যও প্রতিযোগিতা ইভেন্ট আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে ইনার মঙ্গোলিয়াতে তিন শতাধিক বেশ শীতকালীন প্রতিযোগিতা ও গণশীররচর্চা কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে মোট পাঁচ মিলিয়নের বেশি লোক অংশগ্রহণ করেছেন।

ভাই, এখন বসন্তকাল চলে আসছে, শীতকাল প্রায় চলে গেছে। এমনকি আমি শীতকাল একটু মিস করি। আপনি কেমন? চীনের শীতকালীন খেলাধুলা ও গণশরীরচর্চা নিয়ে আপনার ধারণা কি?আমি জানি আপনি চীনের শীতকাল পছন্দ করেন? চীনের শীতকালীন খেলাধুলা ও গণশরীরচর্চা সম্পর্কে আপনার ধারণা কি?

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn