রোববারের আলাপন: চীনের ১৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া শেষ
আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ ও তৌহিদ।
বন্ধুরা, সম্প্রতি চীনের ১৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া শেষ হয়েছে। আমরা আজ এ নিয়ে আলাপ করব, কেমন?
‘তৃণভূমির সাথে আমার সাক্ষাতের কথা রয়েছে, মনে মনে তাকে মিস করছি, তখন সব বলব...’ বন্ধুরা, এটা হচ্ছে ‘The Date with the Grassland’ গানটির একটি বাক্য। এ গান হচ্ছে ক্লাসিকাল তৃণভূমির একটি গান। তা হচ্ছে দেশের ১৪তম জাতীয় শীতকালীন গেমসের সমাপ্তি অনুষ্ঠানের প্রধান থিম। সম্প্রতি, চীনের ১৪তম জাতীয় শীতকালীন গেমস দেশের ইনার মঙ্গোলিয়া হুলুনপেইর শহরে শেষ হয়েছে।
গেমসটির সমাপ্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে ইনার মঙ্গোলিয়ার সংস্কৃতি ও সুন্দর দৃশ্যসংস্কৃতি ও সুন্দর দৃশ্যসংস্কৃতি ও সুন্দর দৃশ্যসংস্কৃতি সংস্কৃতি ও সুন্দর দৃশ্য দেখানো হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া তাতে পরবর্তী গেমসের আয়োজক স্থানও প্রদর্শন করা হয়েছে। দেশের ১৫তম জাতীয় শীতকালীন গেমস ২০২৮ সালে লিয়াও নিং প্রদেশে আয়োজন করা হবে।
এবারের গেমসে, দেশের ৩৫টি খেলোয়াড় প্রতিনিধিদলের প্রায় তিন হাজারেরও বেশি খেলোয়াড় একযোগে প্রতিযোগিতা করেছেন। এতে মোট ৯৯টি স্বর্ণপদকের জন্ম হয়। ৩৫টি প্রতিনিধি দলের মধ্যে ২৬টি দল স্বর্ণপদক জয় করেছে, ৩০টি দল পদক পেয়েছে।
উল্লেখ্য যে, গেমসটিতে সাধারণ মানুষের জন্যও প্রতিযোগিতা ইভেন্ট আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে ইনার মঙ্গোলিয়াতে তিন শতাধিক বেশ শীতকালীন প্রতিযোগিতা ও গণশীররচর্চা কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে মোট পাঁচ মিলিয়নের বেশি লোক অংশগ্রহণ করেছেন।
ভাই, এখন বসন্তকাল চলে আসছে, শীতকাল প্রায় চলে গেছে। এমনকি আমি শীতকাল একটু মিস করি। আপনি কেমন? চীনের শীতকালীন খেলাধুলা ও গণশরীরচর্চা নিয়ে আপনার ধারণা কি?আমি জানি আপনি চীনের শীতকাল পছন্দ করেন? চীনের শীতকালীন খেলাধুলা ও গণশরীরচর্চা সম্পর্কে আপনার ধারণা কি?
তৌহিদ:…
সংগীত
বন্ধুরা, চীনে এখন অনেকে বসন্ত উৎসবের সময়, পরিবারের সাথে একযোগে দেশে বা বিদেশে ভ্রমণ করেন। তা বসন্ত উৎসবের একটি নতুন উদযাপন পদ্ধতিতে পরিণত হয়েছে। আমরা প্রথমে এ সম্পর্কিত একটি খবর শেয়ার করব, কেমন?
২০২৪ বসন্ত উত্সবের পরিবহন মৌসুম শেষ হয়েছে। এবার ভ্রমণকারীর মোট সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সম্প্রতি জাতীয় সংবাদ কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বসন্ত উত্সবের পরিবহন মৌসুম বা ‘ছুন ইয়ুন’য়ের ৩৩তম দিন পর্যন্ত, উত্সবে যাতায়াতকারী মানুষের সংখ্যা ৭.২০৪ বিলিয়নে পৌঁছেছে। যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১০.৬% বেড়েছে।
এ বছরের বসন্ত উত্সব চলাকালীন, ভ্রমণ কাঠামোতে গভীর পরিবর্তন হয়েছে এবং রাস্তায় নিজে গাড়ি চালানোই প্রধান ভ্রমণ পদ্ধতিতে পরিণত হয়েছে। চীনের পরিবহনমন্ত্রী লি শিয়াও ফেং প্রেস কনফারেন্সে বলেন যে, বসন্ত উত্সব পরিবহন মৌসুমের ৩৩ দিনে, এক্সপ্রেসওয়ে এবং সাধারণ জাতীয় ও প্রাদেশিক সড়কগুলিতে স্ব-চালিত ভ্রমণকারীর সংখ্যা ৫.৮ বিলিয়ন ছাড়িয়েছে। যা ইতিহাসের নতুন একটি রেকর্ড। একই সময়ে, রেলযাত্রী ও বিমানযাত্রীর সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ হয়েছে।
ভাই, বসন্ত উত্সবে পরিবারের সবাই একযোগে ভ্রমণ করা এ আইডিয়া আপনার কাছে কেমন লেগেছে?
তৌহিদ:...
বসন্ত উৎসবে আপনি ট্রেন বা অন্যান্য পদ্ধতিতে ভ্রমণ করেছেন? আপনার অভিজ্ঞতা বা নিজে যা দেখেছেন আমাদের সাথে শেয়ার করতে পারবেন কি?
বাংলাদেশে বড় উতসবের সময় সাধারণত কিভাবে উদযাপন করা হয়? আমাকে কিছু বলতে পারবেন কি?
তৌহিদ:..