বাংলা

বেইজিংয়ের লুং ওয়ান টুন উপজেলার গ্রামীণ পুনরুজ্জীবনে তারুণের ভূমিকা

CMGPublished: 2024-03-15 18:19:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বসন্তের শুরুতে বেইজিংয়ে সূর্য উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছে। বেইজিংয়ের শুন ই জেলার লুং ওয়ান টুন উপজেলায় অবস্থিত সান হ্য ইংইয়ুয়ান প্ল্যান্টিং প্রফেশনাল কো-অপারেটিভ খুব ভোরে প্রাণবন্ত হয়ে ওঠে। সারি সারি সুন্দর গ্রীণহাউসের মধ্যে বেশ কয়েক ঘণ্টা ধরে ছুটাছুটি করেন গ্রামবাসীরা। তারা ফসল তোলা, বাছাই, পরিবহন, লোডিংসহ নানা কাজে ব্যস্ত। কয়েক ঘন্টা পর কয়েকটি ট্রাক কানায় কানায় ভরে যায় সবজি ও ফলে।

সান হ্য ইংইয়ুয়ান সমবায় পরিষদের ভাইস-চেয়ারম্যান চু হোং স্যু আমাদের সাংবাদিকদের গ্রিণ হাউসে নিয়ে যান। তিনি বলেন, ‘এখন স্ট্রবেরি তোলার সময়। আমাদের স্ট্রবেরি বাজারের চাহিদা মেটাতে হয় নি। “গ্রিণহাউসে আমাদের সাংবাদিক দেখতে পাচ্ছেন যে, স্ট্রবেরি গুচ্ছ গুচ্ছ শেডে চমৎকার ভাবে বেড়ে উঠছে। লাল ফলগুলো মাটিতে ছড়িয়ে আছে। বাতাস মিষ্টি সুবাসে ভরেছে। চু হোং স্যু বলেন, “একটি গ্রিণহাউসে বার্ষিক ২ হাজার কেজি স্ট্রবেরি উত্পাদিত হয়। যা থেকে ৬০ হাজার ইউয়ান উপার্জন হয়।“

চু হোং স্যু’র বয়স ২৭ বছর। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে পড়াশোনা করেছেন। স্নাতক শেষ করার পর, তিনি তার নিজের জন্মস্থান লুং ওয়ান টুন উপজেলায় ফিরে আসার সিন্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমার বাবা সারাজীবন বাগান চালাচ্ছেন। আমার স্মৃতিতে, শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত পর্যন্ত, জমি এবং ফলের গাছের সঙ্গে তার উপস্থিতি সবসময় অবিচ্ছেদ্য ছিল।"

লুং ওয়ান টুন উপজেলা শুন ই অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। পুরো উপজেলায় ফল চাষের আয়তন ২ হাজার হেক্টর ছাড়িয়েছে। এটি বেইজিংয়ের বিখ্যাত ফল টাউন হিসেবে চিহ্নিত হয়েছে। তবে দীর্ঘ সময় স্থানীয় কৃষিখাতে একক কাঠামোতে এর প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা দুর্বল ছিল। যার ফলে স্থানীয় কৃষি শিল্প বড় তবে শক্তিশালী নয়, সম্পূর্ণ তবে সুষ্ঠু নয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn