ছেংতু শহরের ১২ মাসের মেলা
নতুন ১২ মাসের মেলা ছেংতুর সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারের প্রতিফলন এবং এ শহরকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভোগ শহরে পরিণত করার একটি পদক্ষেপ। এর মাধ্যমে চীনের সংস্কৃতি ও পর্যটক শিল্পের উন্নয়ন প্রদর্শিত হবে। তাহলে এবার বসন্ত উত্সবের ছুটিতে ছেংতুতে কী কী মজার অনুষ্ঠান হবে?
ছেংতু শহরের সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর উপ-প্রধান থাং সিয়াও ফেং জানান, লাইট শো ছাড়াও উত্সবের সময়ে ছেংতুতে উত্সব উদযাপনের ৬ বিষয়ে ২০০টি অনুষ্ঠান এবং ১৩০০টির বেশি ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি নিউ মিডিয়ার সাহায্যে পর্যটকরা ছেংতুতে বসন্ত উত্সবের মেলা ঘুরে দেখা, লাইট শো দেখা, বসন্ত উত্সবের খাবার খাওয়া, স্নো স্পোর্টস ও অন্যান্য ক্রীড়ায় অংশ নেওয়া, পান্ডা দেখা, উষ্ণ প্রস্রবণ ও সংগীত অনুষ্ঠান উপভোগ করা, জাদুঘর দেখা, ঐতিহ্য সম্পর্কে জানা, রাতের মেলা ঘুরে দেখাসহ ২১টি উপায়ে ছুটির সময় কাটতে পারবে। এ সব সম্পর্কিত তথ্য অনলাইনে পাওয়া যাবে।
বারোটি মাসের মেলার পাশাপাশি ২০২৪ সালে ছেংতুতে অনুষ্ঠিত হবে নানান আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী। যেমন তৃতীয় ও নবম মাসে দু বার আন্তর্জাতিক চা মেলা, সপ্তম মাসে আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী, গয়না প্রদর্শনী এবং অষ্টম মাসে কৃষি এক্সপো অনুষ্ঠিত হবে। তাছাড়া, বিয়ের এক্সপো, ডিজিটাল বিনোদন প্রদর্শনী, এনিমেশন প্রদর্শনী, পোশাক প্রদর্শনী এবং পোষা প্রাণী এক্সপোও ২০২৪ সালে ছেংতুতে অনুষ্ঠিত হবে।