ছেংতু শহরের ১২ মাসের মেলা
বসন্ত উত্সবের ছুটির মধ্যে ছেংতুতে ইতোমধ্যেই দ্বাদশ মাস ও প্রথম মাসের মেলা অনুষ্ঠিত হয়েছে। বাইশ জানুয়ারি অনুষ্ঠিত হয় চীনা ঐতিহ্যবাহী সংগীত ও লাইট মেলার উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি হয় ক্যাম্পিং উত্সব ও সুস্বাদু খাবার উত্সবসহ ৪০টিরও বেশি সাইড অনুষ্ঠান। ছাব্বিশ জানুয়ারি শুরু হয় ছেংতু আন্তর্জাতিক পান্ডা লাইট শো এবং বসন্ত কেনাকাটা উত্সব, নববর্ষের পুনর্মিলন খাবার, ঐতিহ্য অভিজ্ঞতাসহ ৩০টির বেশি বৈশিষ্ট্যময় অনুষ্ঠান।
জানা গেছে, পরে প্রতি মাসের মেলায় ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দ্বিতীয় মাসে ফুলের মেলার থিমে ২৪তম নাশপাতি ফুল ও আজেলিয়া ফুলের উত্সব এবং ২০২৪ বসন্ত ফুলের উত্সব অনুষ্ঠিত হবে। তৃতীয় মাসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক খাবার ও পানীয় মেলা, যেখানে আসবে অনেক প্রদর্শক। তাদেরকে আকর্ষণ করতে ছেংতু শহরে অনুষ্ঠিত হবে জনপ্রিয় পাণীয়, সুস্বাদু খাবার ও এশিয়া-ইউরোপ ভোগ উন্নয়নসহ নানা অনুষ্ঠান।
চতুর্থ মাসের থিম হবে ফ্যাশন। তখন আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হবে। তারপর পঞ্চম মাসে সংগীত-সাংস্কৃতিক অনুষ্ঠান-বিয়ার-খাবারের সমন্বয়ে গ্রীষ্মকালীন মেলা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ মাসে সৌন্দর্য, কসমেটিকস, মেডিক্যল সৌন্দর্য-বিষয়ক মেলা হবে। সৌন্দর্য-বিষয়ক পণ্য ও সেবা হবে এর মূল বিষয়। সপ্তম মাসের সপ্তম দিন চীনের ভালবাসা দিবস এবং এ উপলক্ষ্যে গয়না ও গাড়ি কেনাকাটা উত্সব হবে। অষ্টম মাসে সুন্দর গ্রাম ও গ্রামীণ ভোগ-বিষয়ক মেলা হবে। ২০২৪ চীনা কৃষকদের বাম্পার ফলন উত্সব হবে। নবম মাসের মেলায় দেখা যাবে চিকিত্সা ও ঐতিহ্যবাহী চীনা ভেষজ, স্বাস্থ্য ও বিশ্রাম বিষয়ক নানা অনুষ্ঠান। দশম মাসে খাবার, মদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে ছেংতু আন্তর্জাতিক সুস্বাদু খাবার, কফি উত্সব ও ছেংতু সস উত্সব অনুষ্ঠিত হবে। একাদশ মাসে বরই ফল উপভোগকে কেন্দ্র করে স্কিসহ শীতকালীন ক্রীড়া ও শীতকালীন খাবার বিষয়ক অনুষ্ঠান হবে। আর দ্বাদশ মাসে আবার আসবে নববর্ষ উদযাপন।