রোববারের আলাপন:শুভ চীনা নববর্ষ!
আকাশ: শরৎ ভাই, আপনার কেমন লাগলো?
তৌহিদ:
আকাশ: ভাই, এবার আমার একটা প্রশ্ন আছে, আমরা সবাই জানি যে, চীনের ইয়ুননান প্রদেশ বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। বিমানে ঢাকা থেকে ইয়ুননানে আসতে মাত্র দুই/আড়াই ঘন্টা সময় লাগে। তাহলে ইয়ুননান প্রদেশের নববর্ষের রীতিনীতি ও বাংলাদেশের কোনো অঞ্চলের রীতিনীতি বা খাবারের কি কোনো মিল আছে?
তৌহিদ:... প্রধানত বসন্ত উত্সব। বাংলাদেশ উদযাপন করে। তা ছাড়া নৃতাত্ত্বিক গোষ্ঠীর পানি ছিটানো উত্সব, লণ্ঠন উত্সব।
আকাশ: আচ্ছা। অনেক মজার। বিশ্বের বিভিন্ন জায়গার রীতিনীতি হয়তো ভিন্ন, কিন্তু পরিবার, বন্ধুদের ভালোবাসা এবং মনের আনন্দ এক, তাইনা? আশা করি নতুন বছর সবার একটি সুন্দর ও সমৃদ্ধ বছর হবে।