বাংলা

সবুজ মূলাকে সোনা বানিয়েছে নব্বইয়ের দশকে জন্ম নেওয়া কৃষক দম্পতি

CMGPublished: 2024-01-05 20:52:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চাং রুই মনোযোগ দিয়ে লাইভস্ট্রিমের স্ক্রিপ্ট লেখেন এবং লাইভস্ট্রিমের উপস্থাপন অনুশীলন করেন। বিশেষ করে তিনি নিজের গ্রিনহাউসে লাইভস্ট্রিম করতে শুরু করেন, যাতে ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক বাস্তব পরিবেশে ক্রয়ের অভিজ্ঞতা নিতে পারেন। কুও ছিং নিজেই লাইভস্ট্রিম পরিচালনা শেখেন এবং ই-কমার্সে যুক্ত ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন এবং লজিস্টিক গ্রহণ করেন। তাছাড়া শা ওয়ো মূলা শীতকালে বাজারজাত হওয়ার কারণে বিশেষ প্যাকেজ বাছাই করেন তিনি।

এ দম্পতির প্রচেষ্টায় প্রথম দিকে ১০০ বাক্স মূলা বিক্রি হতো। বর্তমানে এর পরিমাণ দিনে ১ হাজার বাস্কে পৌঁছেছে। এখন চাং রুই দম্পতির গ্রিনহাউসের সংখ্যা ২০টি ছাড়িয়ে গেছে। শা ওয়ো মূলা বর্তমানে এ পরিবারের উপার্জন বাড়ানো এবং সমৃদ্ধ অর্জনের মূল উপায়ে পরিণত হয়েছে।

বছরের শেষ দিকে মূলার স্বাদ সবচেয়ে ভালো হয়। লাইভস্ট্রিমের ফাঁকে এ দম্পতি কয়েক দিন আগে শৈত্যপ্রবাহের কারণে পাঠানো যায়নি এমন মূলা পাঠান। প্রতিদিন তাদের জমি থেকে তোলা আড়াই হাাজর কেজি মূলা বিক্রি শেষ হয়ে যায়। তাছাড়া কুও ছিং ও চাং রুই দম্পতি শুটিং ও এডিটিং করার কৌশল শিখেছেন। গ্রামীণ জীবনকে কেন্দ্র করে ৫শরও বেশি ভিডিও তৈরি করেছেন চাং রুই ও কুও ছিং। কিছু কিছু ভিডিওতে নিজেদের পণ্য চাষের প্রক্রিয়া তুলে ধরেন। কিছু ভিডিওতে ফসলের দৃশ্য প্রদর্শিত হয়। সে সব বৈশিষ্ট্যপূর্ণ ভিডিওর মাধ্যমে তাদের আকাউন্টে ফলোয়ারের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

বর্তমানে সিন খৌ উপজেলার শা ওয়ো মূলা চাষের আওতাধীন জমির আয়তন ৪০০ হেক্টরে ছাড়িয়ে গেছে। সেখানে বার্ষিক উত্পাদনের পরিমাণ ৩ কোটি কেজিতে উন্নীত হয়েছে এবং উপার্জন ১২ কোটি ইউয়ানে পৌঁছেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn