বাংলা

শত বছরের এমজি আরও বেশি প্রভাব সৃষ্টি করবে

CMGPublished: 2023-11-27 10:08:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কিছু পরিপক্ব আন্তর্জাতিক ব্র্যান্ডের চেয়ে এমজির প্রতিষ্ঠান সংস্কৃতি ও ব্যবস্থাপনা ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে কর্মরত কর্মীদের অধিকতর স্বাধীনতা দেয়।

কর্মীদের দলটি প্রতিষ্ঠার পরপরই এ ব্র্যান্ড অন্য অঞ্চলের বিক্রয়-পণ্যের তুলনায় একদম নতুন গাড়ি মডেল চালু করতে চেয়েছিল। কিন্তু তখন পুরো অঞ্চল লকডাউনের অবস্থায় ছিল। সদরদপ্তরের পরিস্থিতি জানতে মধ্যপ্রাচ্য দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে নতুন ফাংশনের জন্য প্রয়োজনীয় উপাদান ডিলারদের কাছে স্থানান্তর করে। পাশাপাশি দলটিকে অনলাইন যোগাযোগের মাধ্যমে গ্রাহক সম্প্রসারণে সমর্থন দেয়। ফলে নতুন মডেলের গাড়ির বৈশিষ্ট্যময় ফাংশন ও তথ্য বাজারে হস্তান্তর হয়।

আরও উন্নতমানের পণ্য, আরও আন্তরিক পরিষেবা বিদেশে এমজি ব্র্যান্ডের পুনর্জীবনের গুরুত্বপূর্ণ যাদুকরী অস্ত্র। ব্র্যান্ডটি উন্নয়নের অন্য একটি যাদুকরী অস্ত্র হলো ‘উন্মুক্ততা ও অন্তর্ভূক্তি’। লরেন্সের দলের কর্মীরা ৬৭টি দেশ থেকে এসেছেন। প্রতিষ্ঠানের পরিবেশে তারা সম্প্রীতিময় পদ্ধতিতে কাজ করতে এবং ভাব বিনিময় করতে পারেন। সবাই একসাথে এক একটি বড় প্রকল্পে অংশ নেন এবং সবসময় তাদের মধ্যে নতুন ধারণা থাকে। ঠিক এ রকম বহুমুখী বৈচিত্র্যময় পোর্টফোলিওর কারণে এমজি দ্রুততার সাথে বিদেশে পণ্য পরিষেবা এবং উদ্ভাবন দক্ষতার অধিকারী হয়।

চীনা প্রতিষ্ঠান অব্যাহতভাবে বিদেশে সম্প্রসারণ করতে পারছে। এর কারণ কেবল দীর্ঘকালের সমর্থন নীতি নয়, বরং চীনে ‘স্মার্ট’ তৈরির প্রযুক্তিও আছে। একই সময় চীন সরকার প্রযুক্তি ও পরিবহন ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়াকে সমর্থন করে। উচ্চপ্রযুক্তির শিল্প হিসাবে গাড়ির উন্নয়ন ভবিষ্যত প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। ফলে এমজির ভবিষ্যতের প্রতি লরেন্সের আস্থা রয়েছে।

তিনি বলেন, আমি খুব খুশি তখন থেকে যখন চীনা প্রতিষ্ঠান সাইক মোটরে যোগ দিয়েছি। ভবিষ্যতে আমরা অব্যাহতভাবে উন্নতমানের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে থাকব এবং এমজির সঙ্গে আরও বড় প্রভাব সৃষ্টি করব।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn