বাংলা

রোববারের আলাপন- বহিরঙ্গন খেলাধুলা আরও উন্নত করবে চীন

CMGPublished: 2023-11-26 19:30:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, নতুন যুগে এবং নতুন যাত্রায়, চীন অবশ্যই এশিয়া প্রশান্ত মহাসাগরসহ বিশ্বের সঙ্গে যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং একটি সুন্দর বিশ্ব নির্মাণের জন্য অব্যাহতভাবে চীনা মেধা ও চীনা শক্তি দিয়ে অবদান রাখবে। এ খাতে আপনার ধারণা কি ভাই?

তৌহিদ:

সংগীত

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন-সহ মোট ৫টি সরকারি বিভাগ যৌথভাবে ‘বহিরঙ্গন খেলাধুলার স্থাপনা নির্মাণ ও সেবা উন্নয়ন বিষয়ে অ্যাকশন প্ল্যান ২০২৩- ২০২৫’ প্রকাশ করেছে। এতে সংশ্লিষ্ট স্থাপনা ও সেবা উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ উল্লেখ করা হয়েছে। জনগণের বহিরঙ্গন খেলাধুলার চাহিদা পূরণের লক্ষ্যে অ্যাকশন প্ল্যান কাজ করবে।

পরিকল্পনায় বলা হয়, বহিরঙ্গন খেলাধুলাকে সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া, বহিরঙ্গন খেলাধুলা-বিষয়ক বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য অ্যাকশন প্ল্যানে ব্যবস্থা রয়েছে।

ভাই, আপনি চীনে বহিরঙ্গন খেলাধুলায় অংশ নেয়ার অভিজ্ঞতা আমাদের শেয়ার করতে পারবেন কি?

তৌহিদ:..

ভাই, বহিরঙ্গন খেলাধুলাসহ চীন গণশরীরচর্চা ও খেলাধুলা অত্যন্ত গুরুত্ব দেয়। এ খাতে আপনার ধারণা কি?

বাংলাদেশের বহিরঙ্গন খেলাধুলা উন্নয়নের অবস্থা কেমন?

তৌহিদ:...

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn