বাংলা

আজীবনের অনারারি সম্পাদকের মর্যাদা পেলেন গ্রামে অবস্থানকারী প্রথম সম্পাদক

CMGPublished: 2023-08-25 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গ্রামবাসীদের এ সমস্যা সমাধান করতে ওয়াং ওয়েন কাং তত্ক্ষনিকভাবে ইনার মঙ্গোলিয়ার হরছিন রাইট ফ্রন্ট ব্যানার জেলার বিদ্যুৎ সরবরাহ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। কোম্পানির কাছে তোং ফাং হোং গ্রামকে সংস্কারের তালিকাভুক্ত করার আবেদন জানান তিনি।

ওয়াং ওয়েন কাংয়ের নিরলস প্রচেষ্টার ফলে ২০১৯ সালে বিদ্যুৎ সরবরাহ কোম্পানি একটি বিশেষ দল গঠন করে গ্রামে জরিপ চালায় এবং দ্রুততার সঙ্গে ১৬ লাখ ৩০ হাজার ইউয়ান অর্থ ব্যয়ে গ্রিড হালনাগাদ করে। আগে ক্ষমতা যেখানে ১৭৬ ভোল্ট ছিল, সেখানে বর্তমানে এটা ২২০ ভোল্টে উন্নীত হয়েছে।

২০১৮ সালের ৪ জুলাই স্টেট গ্রিডের ইনার মঙ্গোলিয়ার পূর্ব সিন আন শহরের হরছিন রাইট ফ্রন্ট ব্যানারের বিদ্যুৎ সরবরাহ কোম্পানি দরিদ্র পরিবারগুলোকে আঙ্গিনা-অর্থনীতি উন্নয়নে উত্সাহিত করে। কোম্পানিটি প্রতিটি দরিদ্র পরিবারকে ৫০টি মুরগির ছানা কিনে দেয়। ছিয়াত্তর বছর বয়সী তৌ ইয়ু লিন এ ৫০টি ছানা দেখে অসুবিধায় পড়েন। কারণ কীভাবে তাদেরকে খাওয়াবে। এটি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর তিনি ওই ৫০টি ছানা ওয়াং ওয়েন কাংয়ের কাছে ফেরত দেন। ওয়াং ওয়েন কাং বাক্সে ৫০টি প্রাণচঞ্চল ছানা এবং ব্যাথাভরা মুখ দেখে তৌ ইয়ু লিনকে হেসে বলেন, “চাচা তৌ, এ ছানাগুলো সহজে পালন করা যায়। আপনার অসুবিধা নিয়ে আমি ইতোমধ্যেই ভেবেছি, আমি আপনার সমস্যা সমাধান করে দিতে পারি। এ ছানা লালন-পালন করতে আপনার নৌকা লাগবে না।”

এ কথা বলার পর ওয়াং ওয়েন কাং তৌ ইয়ু লিনকে পাহাড়ে নিয়ে যান। হাঁটতে হাঁটতে তিনি বলেন, “চাচা তৌ, দিনের বেলা আপনি মুরগির বাচ্চাগুলোকে পাহাড়ে ছেড়ে দিবেন। ছানাগুলো পাহাড়ে খাবার খুঁজে খাবে। রাতে আপনি বন্য সবজির সঙ্গে ভুট্টা-ময়দা মিশিয়ে তাদেরকে খাওয়াবেন। শরত্কালে ভুট্টার কোব টুকরো টুকরো করে ছানাগুলোকে খাওয়াতে পারেন। এভাবে খাবারের সমস্যার সমাধান হয়।”

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn