বাংলা

গোল্ডেন ক্যামেলিয়া থেকে সুখী জীবন গড়েছে ফাং ছেং অধিবাসীরা

CMGPublished: 2023-08-18 11:26:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফাং ছেং অঞ্চল কর্তৃপক্ষ বড় চাষী ও নেতৃস্থানীয় এন্টারপ্রাইজকে সমর্থন করে এবং ‘নেতৃস্থায়ী প্রতিষ্ঠান যোগ ভিত্তি যোগ কৃষি পরিবার’ সংক্রান্ত উন্নয়নের পদ্ধতি সম্প্রসারণ করে, যাতে হাজার হাজার পরিবার অংশগ্রহণ করতে পারে এমন কাঠামো গড়ে তোলা যায়।

তেং সি চি বলেন, “আগে প্রক্রিয়াকরণ প্রযুক্তি জানতাম না। মাইক্রোওয়েভের মাধ্যমে ফুলটা শুকাতে হয়। এ কারণে ভালো দামে বিক্রি হতো না। বর্তমানে গোল্ডেন ক্যামেলিয়া চাষ ঘাঁটির পাশে আমার আছে প্রক্রিয়াকরণ কারখানা। তাজা ফুল যন্ত্রে দশ ঘণ্টার মতো প্রক্রিয়াকরণের পর শুকনো ফুলে পরিণত হয়, যার ফলে আরও ভালো দামে বিক্রি করা যায়।”

২০২২ সালে ফাং ছেন অঞ্চলে গোল্ডেন ক্যামেলিয়া ফুলের উৎপাদনের পরিমাণ ছিল ৭৫ হাজার কেজি, শুকনো ফুলের পরিমাণ ছিল ১৪ হাজার ৪০ কেজি, তাজা পাতার পরিমাণ ছিল ৪০০ টন এবং চারার পরিমাণ ছিল ৭৫ হাজার। গোল্ডেন ক্যামেলিয়ার মধ্য দিয়ে ওরাল লিকুইড, ফেসিয়াল মাস্ক, টিনজাত ভেষজ চা, টি ব্যাগ, প্যানকেক চাসহ নানা পণ্য তৈরি হয়েছে, যার মূল্য ২৬ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।

ফাং ছেং অঞ্চলকে চীনের গোল্ডেন ক্যামেলিয়া শহর বলে আখ্যায়িত করা হয়। এ অঞ্চল নিজের বৈশিষ্ট্যময় গোল্ডেন ক্যামেলিয়ার সম্পদ কাজে লাগিয়ে কৃত্রিমভাবে রোপণ এবং পণ্য উন্নয়নে মনোযোগ দিয়েছে। এ অঞ্চলে গোল্ডেন ক্যামেলিয়ার মানসম্পন্ন উৎপাদনের দৃষ্টান্তমূলক ঘাঁটি এবং গোল্ডেন ক্যামেলিয়ার চা পাতা প্রক্রিয়াকরণ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। নানা বিশ্ববিদ্যালয় ও গবেষণালয়ের সঙ্গে গোল্ডেন ক্যামেলিয়া চাষ ও পণ্য উন্নয়নে সহযোগিতা চালাচ্ছে ফাং ছেং অঞ্চল।

বর্তমানে ফাং ছেং অঞ্চলে গোল্ডেন ক্যামেলিয়ার কাঁচামাল ঘাঁটির সংখ্যা ১৫টি। সেখানকার পাতা ও তাজা ফুল নিয়ে ধারাবাহিক চা, পানীয় ও ত্বকের যত্ন-সংক্রান্ত পণ্যসহ ৮০টিরও বেশি প্রক্রিয়াজাত পণ্য তৈরি হয়েছে। সেসব পণ্য দেশ-বিদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn