বাংলা

প্রতিবন্ধীদের সুন্দর জীবন গড়ায় বদ্ধপরিকর সি চিন পিং

CMGPublished: 2023-05-26 21:37:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে সোং তোং ইয়াং’র ছাগল খামারের আয়তন ৬০০ বর্গমিটার ছাড়িয়েছে। তাকে জেলা পর্যায়ের দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হয়েছে। তার ছাগল খামারের জন্য পার্শ্ববর্তী কৃষকদের থেকে তিনি মিষ্টি আলুর লতা, ভুট্টার ডালপালা ক্রয় করেন। ফলে পার্শ্ববর্তী ১০ টিরও বেশি পরিবার দারিদ্রমুক্ত হয়েছে।

সোং তোং ইয়াং বলেছেন, গত দশ বছরে সরকারের সমর্থনে আমি দুর্যোগ কাটিয়ে উঠে নিজের ক্যারিয়ার গঠন করেছি। নিজের পরিশ্রমে পরিবারের সদস্যদের লালন করতে পেরে আমি খুব আনন্দিত।

এ পর্যন্ত চীনের দুটি ভর্তুকি ব্যবস্থায় ২ কোটি ৭০ লাখ প্রতিবন্ধী উপকৃত হয়েছেন। এক কোটির বেশি প্রতিবন্ধী মূল বীমায় নিবন্ধিত হয়েছেন। মোট ৯০টিরও বেশি আইন এবং ৫০টিরও বেশি প্রশাসনিক বিধানে প্রতিবন্ধীদের অধিকার রক্ষা হচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn