বাংলা

‘লৈাহবন্ধু’

CMGPublished: 2023-05-22 15:08:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“প্রথমবারের মতো আপনার সঙ্গে পরিচিত হওয়া, পুরানো বন্ধুর কাছ থেকে ফিরে আসার মতো”।

চীন-পাকিস্তান ‘লৌহামৈত্রী’ কি? প্রবল ও শ্রবণ-পঠন হতে পারে অথবা চুপচাপ। ওয়াং রুই ও আবিদের বন্ধুত্বের শিকড় হৈচৈপূর্ণ এবং শান্ত ও সুন্দর সময়ে আস্তে আস্তে গভীরে প্রথিত হয় এবং পত্রপল্লবিত হয়। তাঁরা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে পরিচিত হন। সেটা তাদের বন্ধুত্বের সূচনাবিন্দু। পাশাপাশি তাদের মূল্য বাস্তবায়নের বিশাল মঞ্চে পরিণত হয়েছে।

জানা গেছে, নির্মাণের পিক-আওয়ারে দাসু জলবিদ্যুৎ প্রকল্প ৮ হাজার স্থানীয় কর্মসংস্থান এবং ২৫ হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে। বর্তমানে প্রকল্পে নিবন্ধিত কর্মী ২ হাজার ২ শরও বেশি এছাড়া শতাধিক স্থানীয় সরবরাহকারীর সঙ্গে সহযোগিতা করছে এ প্রকল্প।

ওয়াং রুই ও আবিদ হাজার হাজার চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাতাদের ক্ষুদ্র প্রতিচিত্র। তারা ঘাম ও ভালবাসা দিয়ে সুন্দর ভূমিতে নতুন ছবি এঁকে চীন-পাক ‘লৌহমৈত্রী’র জন্য নতুন পাদটীকা লিখে চলেছেন। পাশাপাশি দু’দেশ যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণের জন্য নতুন চালিকাশক্তি জমাচ্ছেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn