বাংলা

‘লৈাহবন্ধু’

CMGPublished: 2023-05-22 15:08:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চায়না গেচৌবা গ্রুপ কম্পানি লিমিটেড-নির্মিত পাকিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্প দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান অঞ্চলে অবস্থিত। সিন্ধু অববাহিকা জলবিদ্যুতের ক্যাসকেড পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে রয়েছে এটি। প্রকল্পটি বর্তমানে পাকিস্তানের প্রযুক্তিগত অসুবিধা, মোট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা, মোট বিনিয়োগ ইত্যাদি বিবেচনায় বৃহত্তম প্রকল্পগুলোর অন্যতম। প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন হবার পর দেশটির জ্বালানির অভাব প্রশমিত করবে।

২০২১ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর ওয়াং রুই দাসু জলবিদ্যুৎ প্রকল্পের প্রকল্প বিভাগে যোগ দেন। শুরুর দিকে খুব বহির্মুখী না হওয়া ওয়াং রুই নতুন দলে একীভূত হবেন কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন। তার কল্পনার বাইরে ছিল যে, তিনি খুবই দ্রুততার সাথে প্রকল্প বিভাগে নিজের লৌহবন্ধু - পাকিস্তানি আবিদের সঙ্গে পরিচিত হন।

আবিদ ওয়াং রুই’র আগে প্রকল্প বিভাগে যোগ দেন। বর্তমানে তিনি প্রধাণত অফিসিয়াল নথি নিয়ে কাজ করেন। যতদূর পর্যন্ত

আবিদের স্মৃতি যায় তিনি দেখতে পান, শুরুর দিকে ওয়াং রুই’র মতো তারও সামাজিক মেলামেশার ব্যাপারে কিছুটা ভীতি ছিল। কিন্তু ভাগ্যক্রমে বিভাগের চীনা সহকর্মীদের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। সেকারণে জোরালো একাত্মতার অনুভূতি আসতে তার খুব বেশি সময় লাগেনি। ওয়াং রুই যোগ দেওয়ার পর নতুন সহকর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব নতুন পরিবেশটা তার জন্য উপযোগী করতে সাহায্য করেন। গভীর বন্ধুত্ব শিকড় থেকে তৈরি হতে হয়।

একটি বন্ধুত্বপূর্ণ করমর্দন এবং একটি সহজ শুভেচ্ছা প্রকল্প বিভাগের এ দু’জনের পারস্পরিক দেখাশোনা, একে অপরকে উষ্ণতা প্রদান এবং একজনের কাছে অন্যজনের জীবন উন্মুক্ত করে দেয়। আবিদ চীনা ভাষা শিখতে চান। ওয়াং রুই তাকে শিখান। ওয়াং রি পাকিস্তানের সংস্কৃতি বুঝতে চান, আবিদ তাঁকে নিয়ে স্থানীয় নাচ শিখতে শুরু করেন। আবিদ চীনের সুস্বাদু খাবারের স্বাদ নিতে চান, ওয়াং রুই তার সাথে রান্না শিখতে শুরু করেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn