বাংলা

ট্রেনের ছবি তোলা ফটোগ্রাফার লিয়াং উই চিয়ে

CMGPublished: 2023-03-16 15:26:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পঁয়ষট্টি বছর বয়সী লিয়াং উই চিয়ে ফটোগ্রাফিকে অনেক ভালোবাসেন। তেত্রিশ বছর বয়সে তিনি হাতের ক্যামেরা দিয়ে ট্রেনের ছবি তুলতে শুরু করেন। এর পর বাষ্পীয় লোকোমোটিভ থেকে শুরু করে উচ্চ-গতির রেলগাড়ি পর্যন্ত তিনি তার লেন্স দিয়ে সময়ের উন্নয়ন লিপিবদ্ধ করেছেন। গত ৩০ বছরে তিনি ট্রেনের ২ লাখেরও বেশি ছবি তুলেছেন এবং তিনি ‘চীনের গতির’ পরিবর্তনও প্রত্যক্ষ করেছেন।

বিগত ৩০ বছরে তিনি লিয়াওনিং প্রদেশের সমস্ত রেললাইন ঘুরে বেড়িয়েছেন। এমনকি বাষ্প রেলের খনি, কারখানা এবং বিদ্যুৎ উত্পাদন কোম্পানিতে চলে গিয়েছেন। কতবার তিনি ট্রেনে উঠেছেন এবং কত কিলোমিটার ভ্রমণ করেছেন, তা গণনা করার উপায় নেই। পুরনো শিল্প ঘাঁটি হিসেবে লিওনিংয়ের অবিস্মরণীয় দুর্দান্ত পরিবর্তন এবং ট্রেনের সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক রেকর্ড করছে এসব ছবি।

লিয়াং উই চিয়ে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক হন। তিনি লিওনিং প্রদেশের পর্যটন ব্যুরোর একজন কর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব কোর্স পড়াকালে তিনি প্রথম ক্যামেরার দেখা পান। পরে আস্তে আস্তে তিনি ফটোগ্রাফিকে ভালোবেসে ফেলেন।

১৯৮১ সালে তিনি দুটি গ্রীষ্মকালীন ছুটির সময় পার্টটাইম কাজ করার মধ্যমে ১৭৯ ইউয়ান উপার্জন করে তার জীবনের প্রথম ক্যামেরা অথবা সিগনাল ক্যামেরা কিনেছিলেন। ২০০৫ সালে তিনি তার প্রথম ডিজিটাল ক্যামেরা কিনেছিলেন। ২০১০ সালে ভিডিও রেকর্ডিং ফাংশন যুক্ত ডিজিটাল ক্যামেরা কিনেছিলেন এবং তিনি তার সরঞ্জাম আপগ্রেড করে যাচ্ছেন।

ত্রিশ বছরেরও বেশি সময় তিনি ফটোগ্রাফিতে বিনিয়োগ করেছেন। কেউ একজন মজা করে তাকে জিজ্ঞেস করলো, কেন সে গাড়ি কেনেনি, আর সে হেসে বলল, ‘ভাই, তুমি দেখো, গাড়িটা আমার কাঁধে। এটা গাড়ির চেয়েও দামী।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn