বাংলা

মুদ্রায় চীনের নির্মাণ: লাওসের ভ্যাং ভিয়েং সিমেন্ট প্ল্যান্ট

CMGPublished: 2023-01-27 20:13:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাম্প্রতিক বছরগুলোতে চীন অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে অবকাঠামো, জ্বালানি, জলসেচ ও বিদ্যুতসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছে, যা সে স্থানগুলোর জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে। অনেক প্রকল্প- এমন কি ‘দেশের ল্যান্ডমার্কে পরিণত হয়েছে। আজকের এ অনুষ্ঠানে আমরা লাওসের মুদ্রায় চীনের নির্মিত সিমেন্ট প্ল্যান্টের গল্প শুনবো।

লাওসের বৃহত্তম মূল্যের ৫০০০ কিপ নোটে যে ছবি আছে, সেটি হচ্ছে দেশটির ভ্যাং ভিয়েং সিমেন্ট প্ল্যান্ট। এটি চীনের সহায়তায় দেশের তৈরি প্রথম সিমেন্ট কারখানা। এ প্রকল্প সম্পন্ন হওয়ায় লাওস স্বাধীনভাবে সিমেন্ট উৎপাদন শুরু করেছে। যার তাৎপর্য স্মরণে লাওস সরকার এ প্রকল্পের ছবি দেশটির বৃহত্তম নোটে প্রিন্ট করেছে। ৫০০০ কিপ ২৫ বছর আগে চীনের ৩৩ ইউয়ান সমান ছিল। এটি তখন বৃহত্তম মুদ্রা। ১৯৮৮ সালে লাওস উন্মুক্তকরণ নীতি প্রণয়ন করে। দেশের উন্নয়ন ও নির্মাণের পর্দা উন্মোচিত হয়। তবে দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত সামুগি এবং মালামাল হিসেবে সিমেন্ট সম্পূর্ণভাবে আমদানি করতে হয় লাওস। লাওস সরকার এ দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে আসছে।

১৯৯০ সালে লাওস সরকার সিদ্ধান্ত নেয় যে, কষ্ট হলেও দেশের প্রথম লক্ষ্য- উচ্চ মূল্য সিমেন্ট আমদানির ওপর লাওসের নির্ভরতা কমিয়ে আনতে হবে।

প্রথম সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে লাওস সরকার চীনের সঙ্গে সহযোগিতা শুরু করেছে। ১৯৯৪ সালের নভেম্বর মাসে দেশটির ভ্যাং ভিয়েং সিমেন্ট প্ল্যান্ট সম্পন্ন হয় এবং সিমেন্ট উৎপাদন শুরু করে। ফলে লাওসের নিজস্ব প্রথম সিমেন্ট ব্র্যান্ড এবং ভারী শিল্প উন্নয়নের সূচনা হয়। ওই সিমেন্ট কারখানাও লাওস-চীন অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মাইলফলকে পরিণত হয়।

এরপর তিন বছরে চীনা বিশেষজ্ঞ দল লাওস কর্তৃপক্ষকে উৎপাদনের প্রযুক্তি ও প্রশাসনের দক্ষতা শিক্ষা দেয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn