বাংলা

চীনের কোলে হংকংয়ের ফিরে আসার পঁচিশতম বার্ষিকী

CMGPublished: 2022-07-01 09:52:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ২৫ বছরে হংকংয়ে আইনী প্রশাসন সুষ্ঠু হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক র‍্যাঙ্কিং স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব ব্যাংকের সূচকে দেখা যায় যে, সার্বিকভাবে ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ ও মৌলিক আইনের নিশ্চয়তায় হংকংয়ে আইনী প্রশাসনের সূচক ২৫ বছর আগের ৬৯.৮৫ থেকে বেড়ে ২০২০ সালের ৯১.৮৩ সূচক ছাড়িয়েছে। ২০০৩ সাল থেকে তা ৯০’র উপরে রয়েছে।

অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে হংকং। গত ২৫ বছরে অর্জিত ‘হংকং’ বিষ্ময়’র পিছনে রয়েছে চীনের কেন্দ্রীয় সরকারের দৃঢ় সমর্থন। এশীয় অর্থ সংকট, করোনা প্রতিরোধ, বড় আকারের কাঠামোগত নির্মাণ এবং গণজীবিকার সামগ্রীর সরবরাহসহ নানা খাতে হংকংকে সংকট থেকে রক্ষা করেছে কেন্দ্রীয় সরকার। তাই পূর্বের মুক্তা খ্যাত হংকং আগের তুলনায় আরও উজ্জ্বল হয়েছে। তা প্রমাণ করেছে যে, ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ উপযোগী হয়েছে এবং মানুষের মন কুড়িয়েছে।

‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’র স্থিতিশীল উন্নয়ন রক্ষা করা হংকংয়ের টেকসই উন্নয়ন ও দীর্ঘকালীন স্থিতিশীলতার বৃহত্তম নিশ্চয়তা এবং হংকংয়ের সমৃদ্ধ উন্নয়নের শক্তির উত্স।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn