বাংলা

চীনের কোলে হংকংয়ের ফিরে আসার পঁচিশতম বার্ষিকী

CMGPublished: 2022-07-01 09:52:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজ ১ জুলাই। চীনের কোলে হংকংয়ের ফিরে আসার ২৫তম বার্ষিকী। গত কয়েক দিন ধরে হংকংয়ের রাস্তাঘাটে ওড়তে থাকা চীনের জাতীয় পতাকা এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকার সংমিশ্রণে পুরো শহর সুন্দর দেখায়। সমৃদ্ধ, প্রাণবন্ত এবং সুশৃংখল হংকং নতুন চেহারার মধ্য দিয়ে ২৫তম বার্ষিকী উদযাপন করছে।

পঁচিশ বছর বয়স হচ্ছে তরুণ থেকে পরিপক্ক হওয়ার সন্ধিক্ষণ। এ সন্ধিক্ষণ দৃঢ়প্রতিজ্ঞার সঙ্গে পরিশ্রম চালানোর উপযোগী। নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কঠিনতা কাটিয়ে উঠে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ হংকংয়ে স্বীকৃতিপ্রাপ্ত সাফল্য অর্জন করেছে এবং আরও সমৃদ্ধ ও মজবুত হয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে সে ব্যবস্থা বাস্তবায়নের ইচ্ছা পরিবর্তিত হয়নি এবং তাতে দৃঢ়প্রতিজ্ঞ। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসন সমৃদ্ধ হওয়ার নতুন যাত্রা উন্মোচন করছে।

১৯৯৭ সালের ১ জুলাইয়ের মধ্য রাত ১২টা থেকে হংকং নতুন অধ্যায় সৃষ্টি করেছে। সে দিন থেকেই বিশ্বের দৃষ্টিতে হংকং ঐতিহাসিক ‘এক দেশ, দুই ব্যবস্থা’ বাস্তবায়ন শুরু করে।

সিপিসির উদ্যোগে চীনা মেধা ধারণ করা এ চিন্তাধারা প্রথমবারের মতো হংকংয়ে চালু হয়। গত ২৫ বছরে এক দেশ দুই সামাজিক ব্যবস্থা’র কাঠামোতে হংকংয়ে পরিবর্তন ও অপরিবর্তনের সংমিশ্রণ দেখা দিয়েছে। আগেকার পুঁজিবাদী ব্যবস্থা ও জীবনযাপনের পদ্ধতি এবং আন্তর্জাতিক ব্যাংকিং, বাণিজ্য ও নৌ পরিবহনের কেন্দ্র হিসেবে অবস্থান পরিবর্তিত হয়নি। অপরিবর্তনের বিপরীতে রয়েছে হংকংয়ের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন। গত ২৫ বছরে হংকংয়ের অর্থনীতি দ্রুত উন্নত হয়েছে, যাকে হংকংয়ের বিষ্ময় হিসেবে গণ্য করা হয়। অঞ্চলটির মাথাপিছু জিডিপি ২৫ বছর আগের ১ লাখ ৯২ হাজার থেকে বেড়ে ২০২১ সালের ৩ লাখ ৮৭ হাজার ১শ হংকং ডলার ছাড়িয়েছে। ২০২১ সালে হংকংয়ে শেয়ার বাজারে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১৬,৬৭০ কোটি হংকং ডলার, যা ১৯৯৭ সালের ১০ গুণের বেশি। বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা, বিশ্বজুড়ে ব্যাংকিং কেন্দ্রের সূচক এবং আন্তর্জাতিক বাণিজ্যিক পরিমাণের দিক থেকে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে হংকং।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn