বাংলা

চীনের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশের শহরে ভ্রমণ

CMGPublished: 2022-06-10 11:34:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

একটি সুন্দর নদী, দুই পাশে সবুজ পাহাড়। যা চীনের পাহাড় ও নদীর অসাধারণ দৃশ্যের পরিচয় তুলে ধরে। এই দৃশ্য সবার কাছে পরিচিত। জায়গাটি হল চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুই লিন শহর। ‘কুই লিনের প্রাকৃতিক দৃশ্য চীনে সবচেয়ে সুন্দর’, কথাটা সব চীনারা জানে। এই সম্পর্কিত লেখা চীনের চীনা ভাষা কোর্সের একটি পাঠ। পড়ার পর সবাই কুই লিনে যেতে চায়।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুই লিন শহর হল চীনে সবচেয়ে আগে উন্মুক্তকরণ চালু করা অন্যতম পর্যটন শহর। যা চীনের প্রাকৃতিক দৃশ্যের প্রতিনিধিত্ব করে। বিগত ৪০ বছরে ১৮০ জনেরও বেশি বিদেশি নেতা বা সরকারি কর্মকর্তা কুই লিন পরিদর্শন করেছেন।

একটি ছোট নৌকায় করে কুই লিনের প্রধান নদী লি চিয়াং নদীর উত্স থেকে নেমে যাওয়া যায়, পথে দেখা যায় দুই পাশে সবুজ পাহাড়। ফু লুং চৌ দ্বীপ হল কুই লিন শহরের লি চিয়াং নদীর মাঝখানে অবস্থিত একটি দ্বীপ। এখন দ্বীপে সবখানে দেখা যায় সবুজ গাছপালা এবং সুন্দর ফুল। তবে আগে পরিবেশ সমস্যা এখানের সবুজ পাহাড় এবং পরিচ্ছন্ন নদনদীতে নেতিবাচক প্রভাব ফেলেছিল। অতীতে ফু লুং চৌ দ্বীপে শতাধিক বাসিন্দা বাস করত। তারা শাকসবজি চাষাবাদের মাধ্যমে জীবনযাপন করত। অথবা মাছের রেস্তরাঁর মাধ্যমে টাকা উপার্জন করত। তাদের রেস্তরাঁ কোনো সরকারি অনুমোদন পায় নি, নিজেদের ইচ্ছামত তৈরি। এভাবে তৈরি রেস্তরাঁর দূষিত পানি সরাসরি লি চিয়াং নদীতে পড়ত। দৈনন্দিন আবর্জনা ইচ্ছামত সবখানে ফেলত। যা আশেপাশের পরিবেশের খুব খারাপ প্রভাব ফেলে।

লি চিয়াং নদী রক্ষা করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে কুই লিন শহর ব্যাপক ব্যবস্থা নিয়েছে। নদীর দূষণ প্রতিরোধ, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, দ্বীপের পরিবেশ উন্নয়নের কাজ করা ইত্যাদি। এ ছাড়া আগের অবৈধ রেস্তরাঁ উঠিয়ে দেওয়া হয়েছে। পুরো দ্বীপের বাসিন্দাদের নতুন আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়েছে। এখন ফু লুং চৌ দ্বীপের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আগের দূষিত দ্বীপ এখন একটি প্রাকৃতিক বাগানে পরিণত হয়েছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn