বাংলা

বৃত্তিমূলক শিক্ষা অনেক সম্ভাবনাময়

CMGPublished: 2022-06-10 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সবাইকে উত্সাহিত করে সি চিন পিং বলন, ‘পেশাদার তথা বৃত্তিমূলক শিক্ষা অনেক সম্ভাবনাময়। সমাজে ৩৬০টি পেশা আছে, প্রতিটি পেশায় চ্যাম্পিয়ন হওয়া যায়। যার মানে প্রতিটি পেশার সমান মর্যাদা পাওয়া উচিত এবং প্রচেষ্টা চালালে সবপেশায় শীর্ষস্থান অর্জন করা যায়। আপনাদের প্রতি সুষ্ঠু ঐতিহ্য ধারণ করে যুগের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করে আরও বেশি বাস্তব প্রকৌশল আয়ত্ত করার আশা করি আমি। সবাই দেশের চাহিদার জন্য জনশক্তিতে পরিণত হবে বলে প্রত্যাশা করছি’।

প্রেসিডেন্ট সি চিন পিং’র উত্সাহে জেং সুয়ে ছেং এরপর চাং ইয়ে শহরের মাধ্যমিক পেশাদার স্কুলের শিক্ষার্থীদের প্রকৌশলী প্রতিযোগিতায় গাড়ি প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্রকল্পের তৃতীয় পুরস্কার লাভ করেছেন।

একবছর পর তিনি কাও খাও বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরে লান চৌ আধুনিক পেশাদার কলেজে ভর্তি হন জেন সুয়ে ছেং। তিনি বলেন, ‘কলেজ থেকে স্নাতকের পর কারখানায় চারকিতে যোগ দেবো এবং নিজের পেশাদার প্রকৌশল ব্যবহার করবো। ভবিষ্যত খুব প্রত্যাশাময়। এ শিল্পের অনেক সুযোগ রয়েছে’।

গত দুবছরে শান তান পেই লি স্কুলের অনেক পরিবর্তন ঘটেছে। শিক্ষক চু চিয়াও বিয়াও জানিয়েছেন, স্কুলটি নতুন করে স্থানান্তরিত হয়েছে। শিক্ষা ভবনসহ নানা কাঠামোগত ব্যবস্থা উন্নত হয়েছে।

ছেং সুয়ে ছেং’র মতো অনেক প্রকৌশলী জনশক্তি নতুন যুগে উন্নয়নের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে চীনের প্রক্রিয়াকরণ শিল্পের জন্য নতুন চালিকাশক্তি যুগিয়েছেন।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn