আকাশ ছুঁতে চাই ৯৭
হান মং বলেন, "এটাই আমার প্রথমবারের মতো এয়ারশো চায়নাতে যোগদান করা, এবং আমি এখানে এসে খুব রোমাঞ্চিত এবং গর্বিত। পিএলএ নৌবাহিনীকে অনেক নতুন সরঞ্জামের পাশাপাশি অত্যাধুনিক বিমান উন্মোচন করতে দেখে দারুণ ভালো লাগছে। নৌবাহিনীর একজন পাইলট প্রশিক্ষাণার্থী হিসেবে আমি আশা করি আমার দেশের জলসীমার সুরক্ষার জন্য একদিন নিজেও এই বিমানগুলো ওড়ানোর সুযোগ পাবো। ”
এই প্রথমবারের মতো এয়ার শো চায়নাতে চাইনিজ আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের নারী পাইলটরা অংশ নিচ্ছেন।
পিএলএ নৌবাহিনীর প্রথম নারী পাইলট প্রশিক্ষণার্থীরা ২০২৩ সালে নথিভুক্ত হযন। তাদের সকলেই সামরিক ও বেসামরিক বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক স্নাতক। তারা ২০০০ এর দশকে জন্ম নেয়া নতুন প্রজন্মের নারী।