আকাশ ছুঁতে চাই ৯৭
১ চুহাই এয়ার শো মাতালেন নারী পাইলটরা
২. বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন
৩. অদম্য জীবন
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর সাফল্য, সমস্যা, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথ চলা নিয়ে। আজকের অনুষ্ঠানে রয়েছে সাম্প্রতিক এয়ার শো চায়নায় বিমানবাহিনীর নারী পাইলটদের কথা। রয়েছে বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের প্রসঙ্গে একটি বিশেষ প্রতিবেদন। আরও রয়েছে এমন একজন নারীর কথা যিনি শারিরীক প্রতিবন্ধিতাকে জয় করে এগিয়ে যাচ্ছেন জীবনের পথে।
চুহাই এয়ার শো মাতালেন নারী পাইলটরা
চীনের নারীরা জীবনের সব ক্ষেত্রে এগিয়ে চলেছেন দক্ষতার সঙ্গে। বিমান চালনার ক্ষেত্রেও পিছিয়ে নেই তারা। সদ্য সমাপ্ত এয়ার শো চায়নায় প্রথমবারের মতো অংশ নিয়ে সবাইকে চমকে দেন চাইনিজ পিপলস লিবারেশন আর্মি নেভি এবং এয়ার ফোর্সের নারী পাইলটরা। শুনবো এই সাহসী নারীদের আকাশ ছোঁয়ার গল্প।
সদ্য সমাপ্ত ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে দর্শকদের বিস্মিত করেছেন নারী পাইলটরা। এয়ারশো চায়না নামের এই বিমান প্রদর্শনীতে এ বছর প্রথমবারের মতো চাইনিজ আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের নারী পাইলটরা তাদের দক্ষতা প্রদর্শন করেন। তাদের দেখে অনুপ্রাণিত হন অনেক তরুণী।
পিএলএ নেভির এই নারী পাইলটদের দেখে অনুপ্রাণিত হয়েছেন ট্রেইনি নারী পাইলটরাও। নেভির ইনডোর এক্সিবিশন হলে নেভাল রিক্রুটমেন্টের জন্য সেটআপ স্থাপন করা হয়। সেখানে দায়িত্ব পালন করেছেন পিএলএ নেভির প্রথম ফিমেল বেজড এয়ারক্রাফট পাইলট ট্রেইনি হান মং এবং ওয়াং মংতি নামের দুজন উজ্জ্বল তরুণী।