বাংলা

আকাশ ছুঁতে চাই ৮৮

CMGPublished: 2024-09-19 18:43:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রাচীনকালের হুনানের নারীরা এই ভাষা তৈরি করেছিলেন। নভশু ভাষা সাধারণত কাগজে লেখা হতো বা কাপড়ে সেলাই করা হতো। শব্দগুলোকে লেখা হতো নারীদের ভঙ্গীর সাথে মিলিয়ে। নারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে, তাদের দৈনন্দিন জীবনের গল্প বলতে এবং মেয়েলী গীত লিখতে ব্যবহার করতেন। নারীদের এই বিশেষ লিপি হুনানের চিয়াংইয়ং কাউন্টিতে বেশি জনপ্রিয় ছিল।

এ সময় ছুটির মৌসুম চলছে। সামনেই রয়েছে ন্যাশনাল ডে বা চীনের জাতীয় দিবসের ছুটি। সব মিলিয়ে নানা রকমভাবে ছুটি উদযাপনের পালা চলছে।আর এই উদযাপনে ব্যস্ত সময় পার করছেন নারী।

চীনের সিল্ক রোডে পরিভ্রমণ করছেন ইতালিয়ান নারী পর্যটক ভিয়েন্না ক্যামারোতা

ইচ্ছা ও উদ্যমের কাছে বয়স কোন বাধা নয়। বিষয়টি আবারও প্রমাণ করলেন ইতালির নারী পর্যটক ভিয়েন্না ক্যমারোতা। সম্প্রতি তিনি দুর্গম ট্র্যাক পাড়ি দিয়ে এসেছেন চীনে। এই সাহসী নারীর গল্প শুনবো এখন।

বিখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলোর নাম কে না জানে। মধ্যযুগের এই বিশ্বখ্যত ভূপর্যটক চীন ভ্রমণ করেছিলেন। মার্কো পোলোর পথ অনুসরণ করে চীনে এসেছেন তার স্বদেশীয় নারী পর্যটক ভিয়েন্না ক্যামারোতা। সম্প্রতি এই নারী পর্যটক পায়ে হেঁটে ২২ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পশ্চিম চীনের সিনচিয়াংয়ে প্রবেশ করেছেন। তিনি ইরখেশতাম স্থল বন্দর দিয়ে চীনে প্রবেশ করেছেন যা পশ্চিমে চীনের সবচেয়ে দূরবর্তি স্থল বন্দর। তিনি প্রাচীন সিল্করোড এর পথরেখা অনুসরণ করেছেন।

ভিয়েন্নার বয়স ৭৫ বছর। এই বয়সের একজন নারীর পক্ষে এই দুর্গম পথ পাড়ি দেয়া ছিল বেশ কষ্টসাধ্য। কিন্তু ভিয়েন্না প্রমাণ করেছেন ইচ্ছা ও উদ্যমের কাছে বয়স কোনো বাধা নয়।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn