বাংলা

আকাশ ছুঁতে চাই ৮৮

CMGPublished: 2024-09-19 18:43:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের পর্বে রয়েছে:

১. ছুটির মৌসুমে নারীর ব্যস্ততা

২. চীনের সিল্ক রোডে পরিভ্রমণ করছেন ইতালিয়ান নারী পর্যটক ভিয়েন্না ক্যামারোতা

৩. ঐতিহ্যকে ধারণ করছেন কারুশিল্পী ওয়াং তানফ্যং

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

ছুটির মৌসুমে নারীর ব্যস্ততা

চীনে এখন উৎসবের আমেজ । ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো মধ্য শরৎ উৎসব বা চোং ছিউ চিয়ের উদযাপন। ঘরে ঘরে এখন চলছে মুনকেক খাওয়া।

এই মুনকেক তৈরির জন্য নারীরা উৎসবের আগে যেমন ব্যস্ত সময় পার করেছেন তেমনি তাদের বেশ কিছু বাড়তি আয়ও হয়েছে। অনেক বেকারি ও রেস্টুরেন্ট মুনকেক তৈরি করে। মুনকেক তৈরির ছোট বড় অনেক কারখানাও রয়েছে। এসব কারখানায় মুনকেক তৈরির জন্য অনেক নারী স্থায়ী ও অস্থায়ীভাবে চাকরি করেন। মুনকেক তৈরি করে তাই এ সময় নারীদের বেশ ভালোই আয় হয়।

মধ্য শরৎ উৎসব উপলক্ষে চীনের বিভিন্ন স্থানে এখন মেলা বসছে। এসব মেলায় চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও কারুশিল্প প্রদর্শিত হচ্ছে। মধ্য চীনের হুনান প্রদেশের ছাংশা সিটির মেলায় হুনানের নারীদের একটি অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য মেলায় আগত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। এখানে নভশু ভাষা প্রদর্শন করা হয়। নভশু হলো একটি প্রাচীন ভাষা। এই ভাষা শুধুমাত্র নারীরা ব্যবহার করতেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn