বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৫

CMGPublished: 2024-04-11 19:23:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. চীনের নারীর ঈদ-আনন্দ

২. প্রসূতি বিশেষজ্ঞ লু ওয়েইইং

৩. প্রতিবন্ধী শিশুদের জন্য মিনি চিড়িয়াখানা

সবাইকে ঈদ মোবারক জানিয়ে নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

চীনের নারীর ঈদ-আনন্দ

চীনাভাষায় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে বলা হয়, খাই চাই চিয়ে খোয়াইলা।

সারা বিশ্বের মতো চীনেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। চীনের মুসলিম সম্প্রদায় বিভিন্ন রীতি রেওয়াজের মাধ্যমে উদযাপন করছেন ঈদ উৎসব। চীনের দশটি জাতির মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। এদের রয়েছে উৎসবের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক। উইগুর জাতির নারীরা ঈদের দিন এইডেলিস নামে সিল্কের তৈরি বিশেষ ধরনের জমকালো পোশাক পরেন। হাতে তৈরি এই সিল্কের পোশাকের সঙ্গে নকশা করা টুপিও পরেন তারা। উরুমছি, কাশগরসহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত শহরে ঈদের নামাজের পর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে যেখানে নারী পুরুষ সকলেই অংশ নেন। নারীরা ঘরে পোলাও জাতীয় খাবার পিলাফ, মাংসের স্টু, তাওয়া খাওয়াপ নামের নানরুটি এবং মিষ্টিধরনের খাবার তৈরি করেন।

নিংসিয়া হুই, সিনচিয়াং ইয়ুননানসহ বিভিন্ন অঞ্চল ও প্রদেশে হুই জাতির মুসলিরা জাঁকজমকপূর্ণভাবে ঈদ উদযাপন করেন।

বেইজিংয়ের নিউ চিয়ে মসজিদে ঈদের জামাতে নারী পুরুষ সকলেই অংশ নেন। নিউ চিয়ে এলাকায় ঈদের মেলাতেও নারী-পুরুষ সকলে অংশ নেন। হুই জাতির নারীদের বিশেষ ঐতিহ্যবাহী পোশাক রয়েছে। হুই নারীরা গাউন ধরনের পোশাক পরেন। তাদের মাথায় কারুকার্য করা টুপি এবং ওড়না রয়েছে।

ঈদের দিনে কাজাখ মুসলিম নারীরা রঙিন লম্বা কুর্তি এবং কোটি পরেন।তাদের পোশাকে থাকে বিশেষ ধরনের এমব্রয়ডারি যা গোলাপ ও অন্যান্য ফুলের নকশা করা। মেয়েদের টুপি থাকে নকশা করা ও রঙিন।

তুংসিয়াং মুসলিম জাতির নারীদের ঈদের পোশাক রঙিন শর্ট কামিজ ও পায়জামা। মাথায় কারুকার্যকরা টুপি ও ওড়না। সালার মুসলিম জাতির নারীরা রঙিন লম্বা কামিজ, টিউনিক এবং সালোয়ার পরেন। তারা নকশা করা ওড়নায় মাথা ঢেকে রাখেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn