আকাশ ছুঁতে চাই ৪৭
ওয়াং বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আকাশ ভালোবাসি এবং বিমান চালাতে চেয়েছি। আমার অবাক লাগতো কিভাবে বিমান আকাশে ওড়ে। বিমান কি নিরাপদ? এই কৌতুহল থেকেই বিমান বিষয়ক বই পড়তে থাকি। পরে বাস্তব অভিজ্ঞতা অর্জনে বিমান চালানোর পাঠ নেই। যখন বিমান চালানোর উত্তেজনা ও আনন্দ অনুভব করতে পারলাম তখন বুঝলাম এটা আমাকে সবসময়ই আকর্ষণ করবে। ‘
১৭ বছর বয়সে তিনি পাইলট হন। প্রথমবার তিনি অনুভব করেন আকাশে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ানোর আনন্দ।
ওয়াং জানান অ্যারোবেটিক পাইলট হওয়ার সময় তাকে যথেষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।
অনেকে তাকে বলেছে ‘তোমার মতো মেয়ে পাইলট হতে পারবে না।’ এমনকি এয়ার শোর সময় যখন তিনি প্লেনের ককপিটে বসেছেন তখন অনেকে বলেছে যে একজন নারী কো পাইলট হয়েছে। পুরুষ পাইলট এসে প্লেনটা চালাবে। অনেকে তাকে পরামর্শ দিয়েছে একা প্লেন না চালিয়ে একজন পুরুষ পাইলটকে সঙ্গে রাখতে। ওয়াং এসব নেতিবাচক কথায় গুরুত্ব দেননি। তিনি নিজের দক্ষতা ও নৈপুণ্যে সকল নেতিবাচক কথার জবাব দিয়েছেন। তিনি যখন ককপিটের আচ্ছাদন বন্ধ করে একাই প্লেনটি চালিয়ে আকাশে উড়িয়েছেন তখন সকলের মুখ বন্ধ হয়েছে।
মানুষের আকাশ জয়ের ইতিহাস নিয়ে তিনি শিশুদের জন্য একই বইও লিখেছেন।
তিনি মনে করেন তার এই বই পড়ে শিশুরা পাইলট হতে উৎসাহিত হবে। আগামি দিনে অনেক নারী অ্যরোবেটিক পাইলট হয়ে আকাশ ছুঁতে পারবেন।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম
প্রথমবারের মতো নারী উপাচার্য পেল বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদেকা হালিম। আগামী চার বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন তিনি। বিস্তারিত শুনবো আফরিন মিমের প্রতিবেদনে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. সাদেকা হালিম। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন এই নারী উপাচার্য।
সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদেরও প্রথম নারী ডিন ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।