আকাশ ছুঁতে চাই ৪৭
১. আকাশ ছুঁতে ভালোবাসেন ওয়াং
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম
৩. ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
আকাশ ছুঁতে ভালোবাসেন ওয়াং
অ্যরোবেটিক পাইলট কথাটি শুনলে প্রথমে একজন পুরুষের কথাই মনে হয়। কারণ বিশ্বের বিভিন্ন সমাজে সাধারণত দুঃসাহসী কথাটি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই গৎবাঁধা ধারণা ভেঙে দিয়েছেন চীনের নারী অ্যরোবেটিক পাইলট ওয়াং চাওহুয়াচেন। কিভাবে এই সাফল্য পেলেন ওয়াং, শুনবো সেই গল্প।
ছোটবেলা থেকেই তার ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে সফল করেছেন তিনি। তার নাম ওয়াং চাওহুয়াচেন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত অ্যারো এশিয়া শো ২০২৩ এর একমাত্র নারী অ্যারোবেটিক পাইলট এবং চীনের প্রথম নারী অ্যারোবেটিক ফ্লাইট ইনস্ট্রাকটর।
তিনি কুয়াংতোং প্রদেশে চুহাই সিটিতে অনুষ্ঠিত অ্যারোবেটিক এয়ার শো অ্যারো এশিয়ায় ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছেন। সেইসঙ্গে তিনি দর্শকদের একটি পশ্চাৎপদ ধারণাও ভেঙে দিয়েছেন। আগে মনে করা হতো অ্যারোবেটিক পাইলট মানেই পুরুষ। কিন্তু সেই ধারণা তিনি বদলে দিয়েছেন।
ওয়াংয়ের জন্ম বেইজিংয়ে। তার দাদা এয়ার ফোর্সে ছিলেন। সেই শৈশব থেকেই তার আকাশে বিমান চালনার ইচ্ছা।