বাংলা

আকাশ ছুঁতে চাই ২৯

CMGPublished: 2023-08-03 19:49:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ঐতিহ্যবাহী চা পরিবেশনা শিল্পে মুগ্ধ হন ইরিয়ানা।

দুই ফার্স্টলেডির অবশ্য এটাই প্রথম সাক্ষাত নয়। তাদের আগের বৈঠকগুলোর আনন্দময় স্মৃতিচারণ করেন ফং লিইউয়ান। তিনি বলেন, চীন ও ইন্দোনেশিয়ার সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে। তিনি আশা করেন দুই দেশের মৈত্রী গভীরতর হবে। ছেংতুর স্থানীয় সংস্কৃতি ও দৃশ্য উপভোগের জন্য ইরিয়ানাকে স্বাগত জানান তিনি। এসব আয়োজনের জন্য ফংলিইউয়ানকে ধন্যবাদ জানান ইরিয়ানা । তিনি চীনের সাংস্কৃতিক ঐতিহ্যরক্ষা এবং এর লোকজ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার প্রশংসা করেন।

চীনের নারী আন্দোলনের ইতিহাসে সিপিসির ভূমিকা

চীনের নারী আন্দোলনের রয়েছে গৌরবময় ইতিহাস। চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা গৌরবের সঙ্গে চীনের নারী অধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তারা চীনে নারীর সমানাধিকার প্রতিষ্ঠাকে সম্ভব করেছেন। সিপিসির এই গৌরবময় ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে একটি বই।

সম্প্রতি চীনের জাতীয় নারী ফেডারেশন ‘চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) এক শতাব্দী ধরে নারী আন্দোলনে নেতৃত্ব দেয়’ এই শিরোনামে একটি বই প্রকাশ করেছে।

বইটিতে বিগত শতাব্দীতে সিপিসি’র নেতৃত্বে চীনা নারী আন্দোলনের গৌরবময় ইতিহাস এবং প্রধান অর্জনগুলোর একটি ব্যাপক ও পদ্ধতিগত পর্যালোচনা করা হয়েছে।। গভীরভাবে নারী আন্দোলনে নেতৃত্বদানকারী দলের সঞ্চিত মূল্যবান অভিজ্ঞতার সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। । বইটিতে সিপিসি’র নেতৃত্বে চীনের নারীদের নিজের স্বপ্ন, পরিবারের স্বপ্ন, দেশের স্বপ্ন ও জাতির স্বপ্ন সমন্বয় করার কঠিন সংগ্রাম এবং তা বাস্তবায়ন করার ইতিহাস তুলে ধরা হয়েছে।

বইটিতে চীনের নারী আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং কর্মীদের অনেক আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে। বইটি শুধু চীনের নারী অধিকার আন্দোলনের নয় বরং বিশ্বের সমাজতান্ত্রিক দেশে নারী অধিকার অর্জনের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,

অডিও এডিটিং: রফিক বিপুল

কণ্ঠ: শান্তা মারিয়া, আবদুল্লাহ আল মামুন দুর্বার ও আফরিন মিম

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn