আকাশ ছুঁতে চাই ২৯
উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। এর রাজধানী উরুমছি। উরুমছিতে সম্প্রতি অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ চায়না সিনচিয়াং আন্তর্জাতিক নৃত্য উৎসব। এই উৎসবে এশিয়া আফ্রিকা ইউরোপ থেকে এক হাজারের বেশি শিল্পী অংশ নেন। চীনের লোকজ শিল্পীরাও এখানে নৃত্য পরিবেশনা করেন।
এই উৎসবে যোগ দিতে রাশিয়ার নৃত্যশিল্পী সোফিয়া এসেছেন সিনচিয়াংয়ে।
তার পুরো নাম সোফিয়া ম্যাক্সিমোভনা এফ্রেমেনকো। তিনি রাশিয়ার ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যনাট্য জোরেনকা পরিবেশন করেন। এটি রাশিয়ার সারাতভ অব্লেস্ত প্রশাসনিক এলাকার বালাশভ শহরের একটি বিশেষ নৃত্য।
সোফিয়া তার প্রথম চীন সফরে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি হানফু পরে চীনা নারীর মতো সাজসজ্জা করে খুব আনন্দ পেয়েছেন। উরুমছি ঘুরে দেখেছেন তার সহশিল্পীদের সঙ্গে। তিনি আবার সিনচিয়াং ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
চীন ও ইন্দোনেশিয়ার ফার্স্টলেডিদের দারুণ কিছু সময়
সিচুয়ান প্রদেশের ছেংতুতে চলছে ইউনিভারসিয়েড গেমস। এই বিশাল আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আসেন ফার্স্টলেডি ইরিয়ানা জোকোয়ি। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের স্ত্রী ফং লি ইউয়ানের সঙ্গে চমৎকার কিছু সময় কাটান তিনি।
ফং লি ইউয়ান চায়না নিউ হোটেলে ইরিয়ানাকে স্বাগত জানান। তারা একসঙ্গে সিচুয়ানের এমব্রয়ডারিশিল্প, কারুশিল্প, চীনামাটির পাত্র, বাঁশের কারুসামগ্রী, রূপার জালের তৈরি অসাধারণ কিছু শিল্পকর্ম দেখেন।